অর্থনীতি ৩য় পত্র

ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০১৮
--------অর্থনীতি তৃতীয় পত্র--------
------------------- খ -বিভাগ--------------------
1. ব্যষ্টিক ও সামষ্টিক অর্থনীতির মধ্যে পার্থক্য লিখ।
2. জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে গণনা সমস্যার সমাধান কিভাবে করা যায়?
3. ব্যয় যোগ্য আয় কি আর্থিক জি এন পি ও প্রকৃত জি এন পি সংজ্ঞা দাও।
4. কিভাবে কেইনসীয় মডেলক্লাসিক্যাল মডেল অপেক্ষা উন্নত।
5. মূলধন বিনিয়োগ কি? মূলধনের প্রান্তিক দক্ষতা ও বিনিয়োগের প্রান্তিক দক্ষতার মধ্যে পার্থক্য লিখ।
6. স্বয়ম্ভূত ও প্ররোচিত ভোগ এর মধ্যে পার্থক্য নির্দেশ করো।
7. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি চিত্র দেখাও।
8. মুদ্রা সংকোচন বলতে কি বুঝ?
9. স্বল্পকালীন ভোগ অপেক্ষক কাকে বলে ?
10. ভোগ প্রবণতা ও প্রান্তিক ভোগ প্রবণতা এর মধ্যে পার্থক্য দেখাও ।
11. তারল্য ফাঁদ কি?
12. অর্থের মূল্য ও দামের মধ্যে পার্থক্য কি?
13. সংকীর্ণ অর্থ ও বিস্তৃত অর্থের মধ্যে পার্থক্য দেখাও।
14. ত্বরণ কি?
15. গুনক ও এম পি সি এর মধ্যে পার্থক্য দেখাও ।
16. বিনিয়োগ গুণক ও নিয়োগ গুলো তুলনা করো ।
17. গুণক ও ত্বরণের মধ্যে পার্থক্য উল্লেখ করো।
18. বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টি বলতে কি বুঝায় ।
19. আর্থিক নীতি বলতে কী বোঝো ।
20. রাজস্ব নীতির উদ্দেশ্য সমূহ ব্যাখ্যা করো ?
https://www.facebook.com/profile.php?id=100004707365392
-------------------------------গ-বিভাগ-------------------------------
1. সামষ্টিক অর্থনীতির আওতা ও বিষয়বস্তু আলোচনা করো।
2. সামষ্টিক অর্থনীতির লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ বিস্তারিত আলোচনা করো।
3. জাতীয় আয় পরিমাপের পদ্ধতিগুলো আলোচনা কর ।
4. একটি দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে জাতীয় আয়ের চক্রাকার প্রবাহ ধারণাটি চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো।
5. কেইনসীয় অপূর্ণ নিয়োগ তত্ত্বটি ব্যাখ্যা করো ।
6. ক্লাসিকাল ও কেইনসএ আয় ও নিয়োগ তত্ত্বের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো ।
7. বিনিময়ের নির্ধারক সমূহ কি?
8. মূলধনের প্রান্তিক দক্ষতা কিভাবে ভারসাম্য বিনিয়োগ নির্ধারণ করে।
9. বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ ব্যাখ্যা করো।
10. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় গুলো বর্ণনা করো ।
11. কেইন্স এর ভোগের মৌলিক মনস্তাত্ত্বিক বিধিটি আলোচনা করো ।
12. প্রমাণ করো যে, MPC+MPS=1.
13. অর্থের পরিমাণ তত্ত্বে ফিশারিয় ভাষ্যের সাথে ক্যামব্রিজ ভাসে তুলনা কর ? কোনটি শ্রেষ্ঠ ?
14. ফ্রিডম্যান প্রদত্ত আধুনিক মুদ্রার পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করো।
15. আয় সম্প্রসারণ প্রক্রিয়া ব্যাখ্যা কর।
16. বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের গুরুত্ব আলোচনা কর।
17. কেন্দ্রীয় ব্যাংক ও বাণিজ্য ব্যাংকের মধ্যে পার্থক্য দেখাও।
18. বাংলাদেশ ব্যাংকের কার্যাবলী আলোচনা করো।
19. আর্থিক নীতির গুরুত্ব আলোচনা করো।
20. অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব নীতির ভূমিকা ব্যাখ্যা করো।
21. আর্থিক নীতি ও রাজস্ব নীতির মধ্যে পার্থক্য কি? আর্থিক নীতির উদ্দেশ্য সমূহ লিখ।
Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages