--অর্থনীতি চতুর্থ পত্র--


ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০১৮
--------অর্থনীতি চতুর্থ পত্র--------
------------------- খ -বিভাগ--------------------
1. মুদ্রাস্ফীতি বলতে কি বুঝ?মুদ্রাস্ফীতির কারণ গুলো চিহ্নিত কর।
2. অর্থের মূল্য বলতে কী বোঝো? 
3. অর্থের মূল্য ও দামের স্তরের মধ্যে সম্পর্ক কি?

4. অর্থের সরবরাহ বলতে কি বুঝ?
5. মুদ্রার অবমূল্যায়ন বলতে কি বুঝায়?
6. তারল্য ও মুনাফা এ দুটি পরস্পরবিরোধী নীতির মধ্যে বাণিজ্যিক ব্যাংক কিভাবে সমন্বয় সাধন করে ?
7. কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দাও? কেন্দ্রীয় ব্যাংকের চারটি মৌলিক আলোচনা করো?
8. অবাধ বাণিজ্য কি?
9. অবাধ বাণিজ্য ও সংরক্ষণ এর মধ্যে পার্থক্য দেখাও।
10. দেখাও যে লেনদেনের উদ্ধত্ত সর্বদা সমতা থাকে না ।
11. লেনদেন উদ্বত্তে ভারসাম্য হীনতা বলতে কি বুঝ ?
12. বৈদেশিক ঋণ সর্বদাই খারাপ নয় উক্তিটির যথার্থতা যাচাই করো ।
13. সরকারি ঋণের উৎস সমূহ বর্ণনা কর?
14. প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য কি?
15. করঘাত ও করপাতের মধ্যে পার্থক্য কি?
16. উদ্ধত্ত বাজেট ও ঘাটতি বাজেটের মধ্যে পার্থক্য কি ?
17. সরকার ঋণ গ্রহণ করে কেন ?
18. কর ধার্যের নীতিমালা ব্যাখ্যা করো?
https://www.facebook.com/abdullahmandal325.mobi/?ref=bookmarks
-------------------------------গ-বিভাগ-------------------------------
1. অর্থ সরবরাহের উপাদান কি কি বর্ণনা করো ।
2. আধুনিক অর্থনীতিতে অর্থের গুরুত্ব ও কার্যাবলী আলোচনা করো ।
3. অর্থের পরিমাণ তত্ত্বের লেনদেন ভাষ্য সমালোচনা সহ ব্যাখ্যা করো ।
4. অর্থের পরিমাণ তত্ত্বের ক্যামব্রিজ সমীকরণটি সমালোচনা সহ ব্যাখ্যা করো ।
5. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় গুলি চিহ্নিত করো ।
6. বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলী আলোচনা কর।
7. বাণিজ্যিক ব্যাংকের বহু গুণিতক‘ ঋণ সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো ।
8. কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের হাতিয়াসমূহ সংক্ষেপে আলোচনা কর॥
9. একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা আলোচনা করো।
10. বাণিজ্যিক ব্যাংকের ঋণ সৃষ্টির প্রক্রিয়া সীমাবদ্ধতা গুলি আলোচনা করো।
11. আন্তর্জাতিক বাণিজ্য কি?আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা ও অসুবিধা কি?
12. সংরক্ষণ কি? তোমার মতে বর্তমানে বাংলাদেশের কোন কোন শিল্পের সংরক্ষণ পাওয়া উচিত ?
13. অবাধ বাণিজ্যের পক্ষে যুক্তি গুলো উল্লেখ করো।
14. আন্তর্জাতিক বাণিজ্যের তুলনামূলক খরচ তত্ত্বটি ব্যাখ্যা করো ।
15. সরকারি অর্থব্যবস্থা ও ব্যক্তিগত অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কি।
16. কর প্রদানের সামর্থ্য নীতি ব্যাখ্যা করো।
17. ক.সুষম বাজেট ও অসম বাজেটের মধ্যে পার্থক্য দেখাও।খ.একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে বাজেটের গুরুত্ব আলোচনা করো?
18. উৎপাদন ও বন্টন ও কর্মসংস্থান এর উপর সরকারি ব্যয়ের প্রভাব ব্যাখ্যা করো।
19. একটি উত্তম বাজেটের বৈশিষ্ট্য গুলো চিহ্নিত করো।
20. সরকারি ব্যয়ের খাতসমূহ আলোচনা করো ।
https://www.facebook.com/profile.php?id=100004707365392
Public Figure145 Likes
'https://m.facebook.com/profile.php?lst=100004707365392%3A100004707365392%3A1551805095&fref'
Abdullah Mandal
  • Akfm Nazmul Islam
  • Mamun Hossen
  • Muhammad Mithu
  • Md Sajib H Hasan
Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages