--রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র--

ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা-২০১৮
--------রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় পত্র--------
------------------- খ -বিভাগ----------------------
1. জাতীয়তাবাদের উপাদান কি কি?
2. বঙ্গভঙ্গ কেন রদ করা হয়? 
3. মুসলিম লীগ গঠনের উদ্দেশ্য লিখ?
4. ভারতের নির্বাচনের যৌক্তিকতা কী ছিল?
5. মর্লি মিন্টো সংস্কার আইন এর তাৎপর্য লিখ ।
6. 1935 সালের ভারত শাসন আইন কেন ব্যর্থ হয়?
7. জিন্নাহর দ্বিজাতি তত্ত্ব কি ব্যাখ্যা করো?
8. 1946 সালে মন্ত্রী মিশন পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।
9. 1956 সালের সংবিধানের মূল বৈশিষ্ট্য কি কি?
10. 1962 সালের ছাত্র আন্দোলন সম্বন্ধে যা জানো লিখ?
11. যুক্তফ্রন্ট গঠনের পটভূমি আলোচনা করো।
12. 1970 সালের নির্বাচনের ফলাফল লেখ।
13. মুক্তিযুদ্ধ কি ?মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের একটি চিত্র তুলে ধর।
14. বাংলাদেশ গণপরিষদ আদেশ কি?
15. বাংলাদেশের সংবিধান কিভাবে সংশোধন করা হয় ।
16. বাকশাল কি? শেখ মুজিব শাসনের পতনের কারণগুলি লেখ?
17. জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় গ্রহণ করেন?
18. জিয়াউর রহমানের সামরিক শাসনের বৈশিষ্ট্য লিখ ।
https://www.facebook.com/abdullahmandal325.mobi/?ref=bookmarks
------------------------ গ- বিভাগ------------------------
1. বঙ্গভঙ্গের পরবর্তী রাজনৈতিক ঘটনাবলীর প্রভাব আলোচনা করো?
2. মুসলিম লীগের তাৎপর্য আলোচনা কর?
3. ১৯০৯ সালের মর্লি মিন্টো সংস্কার আইন এর বৈশিষ্ট্য আলোচনা করো ।
4. ১৯৯৫ সালের ভারত স্বাধীনতা আইনের বৈশিষ্ট্য গুলি আলোচনা করো ।
5. লাহোর প্রস্তাব কি? লাহোর প্রস্তাবের মধ্যে বাংলাদেশের বীজ নিহিত ছিল তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।
6. ক্রিপস মিশনের প্রস্তাব কেন ভারতের রাজনৈতিক সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছিল ।
7. ১৯৪৭ সালের রা জুন পরিকল্পনার পটভূমি বৈশিষ্ট্যসমূহ পর্যালোচনা করো ।
8. 1956 সালের সংবিধানে প্রবর্তিত সংসদীয় শাসন ব্যবস্থার ব্যর্থতার কারণ গুলি আলোচনা করো ।
9. হাজার 952 সালের ভাষা আন্দোলনের ভূমি ও ঘটনা প্রবাহের বিবরণ দাও ।
10. 1954 সালের নির্বাচনের যুক্তফ্রন্টের বিজয়ের কারণ সমূহ আলোচনা করো?
11. আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ ও ফলাফল আলোচনা করো।
12. 1969 সালের গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায় তুলে ধর ?
13. ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে একটি নাতিদীর্ঘ নিবন্ধ লেখ ?ৎ
14. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও নারীদের অবদান আলোচনা করো ।
15. ১৯৭২ সালের সংবিধানে বর্ণিত রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে আলোচনা করো ।
16. বাংলাদেশ সংবিধানের দ্বাদশ সংশোধনীর ধারাগুলো বর্ণনা করো।
17. বাংলাদেশের রাষ্ট্রপতির পদমর্যাদা ,ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
18. বাকশাল কি? বাকশাল গঠনের মূল কারণ কি কি? ব্যাখ্যা করো?
19. মুজিব সরকারের সংকট গুলো বর্ণনা করো।
20. বাংলাদেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণ ও ফলাফল আলোচনা করো ।
Public Figure145 Likes
'https://m.facebook.com/profile.php?lst=100004707365392%3A100004707365392%3A1551805095&fref'
Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages