* ডাটাবেজ কি বা কাকে বলে?
উত্তর: পরষ্পর সম্পর্কযুক্ত কতগুলো ডাটার
সমষ্টিকে Database বলে।
.
→ DBMS এর পূর্ণরূপ Database Management
System.
.
→ RDBMS এর পূর্ণরূপ - Relational Database
Management System.
.
** DBMS কি বা কাকে বলে?
উত্তর: DBMS হলো একটি প্রোগ্রাম বা
সফটওয়্যার। DBMS এর পূর্ণরূপ ডাটাবেজ
ম্যানেজমেন্ট সিস্টেম। DBMS দ্বারা ডাটাবেজ
তৈরি করা, ডাটাবেজ পরিবর্তন করা, সংরক্ষণ করা, পরিচালনা
করা, নিয়ন্ত্রণ করার কাজ করা সম্ভব।
.
** ফিল্ড (Field) কি?
উত্তর: রেকর্ডের ক্ষুদ্রতম অংশকে Field
বলে।
.
* রেকর্ড (Record) কি?
উত্তর: কতগুলো Field এর সমষ্টিকে রেকর্ড
বলে।
.
** ডাটাবেজের সুবিধা বা বৈশিষ্ট্য :
→ ডাটাবেজকে Assendung ও Decending করা যায়।
→ ডাটাবেজকে সর্টিং ও ইনডেক্সিং ভাবে সাজানো
যায়।
→ সকল তথ্য সংরক্ষণ করে রাখা যায়।
→ ডেটা নিরাপত্তা প্রদান করা সম্ভব।
→ কেন্দ্রীয়ভাবে ডাটা নিয়ন্ত্রণ করা যায়।
→ ডাটাকে গ্রাফ বা চার্ট আকারে প্রকাশ করা যায়।
→ ডাটাবেজকে রিপোর্ট আকারে তৈরি করা যায়।
.
* কী (Key) বলতে কি বুঝায়?
উত্তর: যে ফিল্ডের সাহায্যে কোন
রেকর্ডকে অন্য কোন রেকর্ড থেকে
আলাদা করা যায় তাকে কী (Key) বলে।
.
* কী (Key) তিন প্রকার।
যথা:
→ প্রাইমারি কী
→ ফরেন কি
→ কম্পোজিট প্রাইমারি কী
.
* প্রাইমারি কী কাকে বলে?
উত্তর: যে ফিল্ডের সাহায্যে কোন
রেকর্ডকে ইউনিক বা অদ্বিতীয়ভাবে সনাক্ত করা
যায়, তাকে প্রাইমারি কী বলে। যেমন : কোন
শ্রেণীর রোল নাম্বার অদ্বিতীয়, সুতারাং রোল
নাম্বার প্রাইমারি কী। কারো মোবাইল নাম্বারকে
ও প্রাইমারি কী বলা যেতে পারে।
.
* ফরেন কী কাকে বলে?
উত্তর: কোন একটি টেবিলের প্রাইমারি কী যদি
অন্য কোন টেবিলের সাধারণ কী হিসেবে
ব্যবহার করা হয়, তাকে ফরেন কী বলে।
.
* কম্পোজিট প্রাইমারি কী কাকে বলে?
উত্তর: দুই বা ততোধিক ফিল্ড নিয়ে যে প্রাইমারি
কী গঠিত হয় তাকে কম্পোজিট প্রাইমারি কী
বলে।
.
** # সর্টিং কি বা কালে বলে?
উত্তর: ডাটাবেজের ডেটাগুলোকে উর্ধক্রমে
বা নিম্মক্রমে সাজানোর পদ্ধতিকেই সর্টিং বলে।
.
* Assending অর্ডার বলতে → উর্ধ্বক্রম
বোঝায়।
* Decending অর্ডার বলতে → নিম্মক্রম বোঝায়।
.
* সর্টিং এর বৈশিষ্ট্য কি কি?
উত্তর:
→ নতুন করে ডাটা এন্ট্রির পরে পুনরায় সর্টিং
করতে হয়।
→ ডাটাবেজের ফাইলকে সর্টিং করা হলে মূল ডেটা
ফাইলটি বিন্যাসকৃত অবস্থায় মেমরিতে জমা হয়।
→ সর্টিং এ ডাটা খুঁজে বের করার জন্য
তুলনামূলকভাবে সময় বেশি লাগে।
→ সর্টিং এ মেমরিতে অতিরিক্ত যায়গার প্রয়োজন
হয়না।
.........
```````````
** # ইনডেক্সিং কি বা কাকে বলে?
উত্তর: ডাটাবেজের ডাটাগুলোকে
যুক্তিনির্ভরভাবে সাজানোর পদ্ধতিকে ইনডেক্সিং
বলে।
.
* ইনডেক্সিং এর বৈশিষ্ট্য লিখ।
উত্তর:
→ ইনডেক্সিং এ নতুন ডাটা এন্ট্রি করার পরে
স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়ে যায়।
→ ডাটাবেজের ফাইলকে ইনডেক্সিং করা হলে
নতুন ইনডেক্স ফাইল তৈরি হয়।
→ ইনডেক্সিংএ ডাটা খুঁজে বের করতে সময়
তুলনামূলক কম লাগে।
→ ইনডেক্সিং এ মেমরিতে অতিরিক্ত জায়গা
প্রয়োজন হয়।
.
** রিলেশনশিপ কি বা কাকে বলে?
উত্তর: ডাটাবেজে একটি টেবিলের সাথে অন্য
একটি টেবিলের সম্পর্ক স্থাপন করাকে বলা হয়
ডাটাবেজ রিলেশনশিপ।
.
* ডাটাবেজ রিলেশনশিপ কে প্রধানত চার ভাগে ভাগ
করা যায়।
যথা:
→ One to one.
→ One ro many.
→ Many to one.
→ Many to many.
https://www.facebook.com/profile.php?id=100004707365392
Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages