মনোবিজ্ঞান ৬ষ্ঠ পত্র

সাজেশন


সংক্ষিপ্ত

অধ্যায়

রচনামূলক

  1. ভৌতবিজ্ঞানে পরিমাপন বলতে কি বুঝায় ?

  2. নাম সূচক স্কেল বা মাপক কি?

  1. পরিমাপের মৌলিক  স্বতঃসিদ্ধগুলো আলোচনা কর ।

  2. পরিমাপন ও মূল্যায়নের মধ্যে কি কি মিল ও অমিল  রয়েছে তা আলোচনা কর ।

  1. মনোবৈজ্ঞানিক অভিক্ষার ব্যবহার গুলো কি?

  2. বুদ্ধি অভীক্ষা বলতে কি বুঝায় ।

  3. রোরশাক কালির ছাপ অভীক্ষা উল্লেখ কর

  1. মনোবৈজ্ঞানিক অভিক্ষার শ্রেনীবিভাগ বর্ণনা কর।

  2. মনোবৈজ্ঞানিক অভিক্ষারর বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।

  3. স্ট্যানফোর্ড বিনে বুদ্ধি অভীক্ষা আলোচনা কর ।

  1. প্রাথমিক ও মাধ্যমিক তথ্যের পার্থক্য আলোচনা কর।

  2. ভালো নকশার বৈশিষ্ট্যগুলো কী কী ?

  3. নির্ভরযোগ্যতা নির্ণয়ে সমান্তরাল অভীক্ষা পদ্ধতি বর্ণনা কর ।

  4. নির্ভরযোগ্যতা ও যথার্থতার মধ্যে পার্থক্য কি ?

  1. প্রাথমিক তথ্যের সুবিধা-অসুবিধাসমূহ লিখ ।

  2. নির্ভরযোগ্যতা নির্ণয়ের সমদ্বিখন্ডিত অভীক্ষা পদ্ধতি বর্ণনা কর ।

  3. নকশা প্রণয়নের বিবেচ্য বিষয়গুলো আলোচনা কর ।

  1. পরিসংখ্যান বলতে কি বুঝ ?

  2. বর্ণনামূলক পরিসংখ্যান কী ?

  3. গুচ্ছ নমুনায়ক কাকে বলে ?

  1. পরিসংখ্যানের শ্রেনিবিভাগসমূহ আলোচনা কর ।

  2. পরিসংখ্যান বলতে কি বুঝায়? মনোবিজ্ঞানে পরিসংখ্যানের ব্যবহার লিখ ।

  1. গণসংখ্যা নিবেশনের বৈশিষ্ট্য উল্লেখ কর ।

  2. সংখ্যার বৈশিষ্ট্যগুলো কী কী?

  3. একটি পৌনঃপুন বণ্টনের ধাপ বর্ণনা কর ।

  1. গনসংখ্যা নিবেশন কী? গনসংখ্যা নিবেশনের শ্রেনিবিভাগ আলোচনা কর ।

  2. গণসংখ্যা  নিবেশনের গুরুত্ব আলোচনা কর

  1. কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের সংজ্ঞা দাও ।

  2. জ্যামিতিক গড় বলতে কি বুঝ 

  1. কেন্দ্রীয় প্রবণতা কি-কেন্দ্রীয় প্রবণতার পরিমাপের প্রয়োজনীয়তা আলোচনা কর । 

  2. প্রচুরকের সুবিধা ও অসুবিধাগুলো আলোচনা কর ।

  1. বিস্তার পরিমাপন বলতে কী বুঝ 

  2. পরিসর কী

  3. চতুর্থক ব্যবধান নির্ণয়ক পদ্ধতি উল্লেখ কর ।

  1. চতুর্থক ব্যবধান বলতে কী বুঝ - চতুর্থক ব্যবধানের সুবিধা ও অসুবিধা আলোচনা কর ।

  2. নিম্নে প্রদত্ত বিতরণ থেকে চতুর্থাংশীয় বিচ্যুতি নির্ণয় করঃ

শ্রেনিব্যবধান

পৌনঃপুন

৩০-৩২

২৭-২৯

২৪-২৬

২১-২৩

১৮-২০

১৫-১৭



Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages