বিজ্ঞান হিসেবে জনবিজ্ঞানের গুরুত্ব আলােচনা কর।

 

বিজ্ঞান হিসেবে জনবিজ্ঞানের গুরুত্ব আলােচনা কর।

অথবা, বৈজ্ঞানিক বিষয় হিসেবে জনবিজ্ঞানের যথার্থতা বর্ণনা কর।

উত্তরা ভূমিকা : জনতাত্ত্বিক বিশ্লেষণ এবং জনসংখ্যা শিক্ষার সমন্বয় হলাে জনবিজ্ঞান। অর্থাৎ জনবিজ্ঞান হলাে মানবীয় জনসংখ্যার পরিসংখ্যানগত পঞন্ধতির বিশ্লেষণ। জনবিজ্ঞান হলাে অতীত ও ভবিষ্যৎ জনসংখ্যা বিশ্ষোরণ পরিবর্তনের পরিমাপ । অর্থাৎ বলা যায়, মানবীয় জনসংখ্যার সংখ্যাতাত্ত্বিক বিস্তৃত বর্ণনাকে জনবিজ্ঞান বলে। জনবিজ্ঞান বিজ্ঞান কি না : সাধারণত কোন বিষয় বিজ্ঞান কি না তা নির্ভর করে চারটি ঘটনা বা বিষয়ের উপর। যথা ।

১. বিষয়বস্তু (Subjectmatter) : ২. বৈজ্ঞানিক পদ্ধতি (Scientific method) : জনবিজ্ঞান তার পবেষণায় বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে। জনতাত্ত্বিক তথ্যসংগ্রহের ক্ষেত্রে জনবিজ্ঞান যে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে তার কয়েকটি প্রধান পর্যায় রয়েছে এলাে হলাে।

, সমস্যা নির্বাচন খ, পর্যবেক্ষণ এবং তথ্যসংপ্রহ গ, সংপৃহীত তথ্যের শ্রেণিবিন্যাস যা সারণিবন্ধকরণ : ঘ, সত্যতা বা যখার্থতা যাচাই :, ভবিষৎবাণী :

, বৈজ্ঞানিক দৃষ্টিভ্দি (Scientific outlook) : বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর দৃষ্টিতা্গ।

বৈজ্ঞানিক দৃষ্টিতঙ্গি বলতে বুকায় পরীক্ষা নিরীক্ষা বহির্ভূক্ত আানকে আঁকড়ে ধবে না থেকে পরীক্ষা নিরীক্ষার বিষয়কে

বিজয়ন্ত হিসেবে এহণ করা।

Share:

Rearrange

 Rearrange তৈরির কৌশল..

সাধারণত Rearrange কে দুই ভাগে ভাগ করা যায়।


1.Historical based/Person based (ঐতিহাসিক ভিত্তিক/ব্যাক্তিকেন্দ্রিক)।


2.Abstract topics/Description based (ভাবমুলক বিষয়/বর্ননামুলক ভিত্তিক)।


#1নং আসলে,,,,

a) Name/title (নাম/উপাধি)। 

b) Birth/percentage (জন্ম বংশ পরিচয়)। 

c) Profession/Marrage ( পেশা/বিবাহ)। 

d) Children/issue ( শিশু/ছেলে মেয়ে)। 

e) Extra ordinary deed ( অসাধারণ কাজ)। 

f) Old age/Death (বৃদ্ধ বয়স/মৃত্যু)। 

g) Homage/Tribute/Remember (সম্মান/স্বরনীয়)।


#2নং আসলে,,,,,,,

a) Decimation/nature (সংজ্ঞা/ব্যাখ্যা)। 

b) Good sides with example (উদাহরন সহ ভাল দিক)। 

c) Bad sides with example (উদাহরন সহ খারাপ দিক)। 

d) Methods of solve ( সমাধানের উপায়)। 

e) Concluding line ( সমাপ্তি মূল)

Share:

 

A, An, The: Article a, an, the এর ব্যবহার মূলত
নির্ভর করে এর পরের nounটির
pronunciation (
উচ্চারণের) উপর। এগুলোকে
আবার determiner বলা হয়। নিচে a, an, the এর ব্যবহার দেওয়া হলঃ
Article “a”
এর ব্যবহার
Consonant sound (a, e, i, o, u বাদে অন্য ইংরেজি বর্ণমালা গুলো consonant sound
প্রকাশ করে) এর পূর্বে article “a” বসে। মনে রাখবেন countable noun consonant sound মানে “a”. A baseball, a boy, a car etc.
Vowel দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ যদি (yu) ইউ এর মত হয় তবে article A বসে। যেমনঃ a university (ইউনিভার্সিটি), a unit, a ewe, a European.
“O” vowel এর উচ্চারণ যদি (wa) ওয়া এর মত হয় তবে article “a” বসে। যেমনঃ A one(ওয়ান), a one-taka note, a one-eyed deer.

Article “an” এর ব্যবহার
Singular countable noun এর প্রথম বর্ণ যদি
vowel (a, e, i, o, u)
দ্বারা শুরু হয়। যেমনঃ an ant, an egg, an idiot.
প্রথম বর্ণ consonant দ্বারা শুরু হওয়া স্বত্বেও vowel sound প্রকাশ করলে। an M.A(M:এম-AM), an LLB(L:এল-AL), an SDO(S:
এস-AS) etc.
H দ্বারা শুরু হওয়া শব্দে “h” উচ্চারিত না হয়ে vowel sound উচ্চারিত হলে। যেমনঃ
an hour(
আওয়ার), an heir(এয়ার), an honest(অনিষ্ট) man ইত্যাদি।
Article “the”
এর ব্যবহার
কোন noun কে নির্দিষ্ট করে বুঝাতে তার পূর্বে definite article “the” বসে। অর্থাৎ যার সম্পর্কে পূর্বে বলা হয় অথবা দ্বিতীয় বার কোন ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলা হলে তার পূর্বে article “the”
বসে। যেমনঃ This is a nice picture. Give me the picture.
Uncountable noun এর পূর্বে article হয় না। তবে noun ব্যবহারের সূত্র অনুযায়ী
uncountable noun
এর পূর্বে the বসতে পারে।
Cardinal number (1,2,3……..) পূর্বে article
বসে না। Cardinal number এর কথা বললে ক্যালেন্ডারের কথা মনে করুন। আর ক্যালেন্ডারে ,,সংখ্যা হিসাবে তারিখ থাকে।  ক্যালেন্ডারে তারিখের সংখ্যা আর Cardinal number সংখ্যার প্রকাশ একিই এবং এর পূর্বে article বসে না। যেমন one, two, three……. ইত্যাদি।
অপরপক্ষে first, second, third…. ইত্যাদি
ordinal number
এবং ordinal number এর পূর্বে the বসে। যেমনঃ The first, the second, the third ইত্যাদি।

নিন্মের কবিতার শব্দগুলোর আগে
article the
বসে
চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী,
পর্বতশ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর থাকে যদি,
উত্তর,দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এই পৃথিবী,
জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ, পত্রিকায় লিখলেন কবি।
জাহাজ, তারিখ আর ভৌগলিক নাম-
এর আগে The এর ব্যবহার হয় সহজে জানলাম।
★★★এবার এসো আমরা ছন্দে ছন্দে the এর ব্যবহার শিখি
নদী,সাগর দ্বীপ পুঞ্জ
জাহাজাদি ঘিরি,পর্বত
চন্দ্র,সূর্য গ্রহ তারা,আরো যত বিশব ধারা
পৃথিবীতে একটি আছে যত
তার পূর্বে the বসবে নেই ভিন্নমত।☺

যেমনঃ the moon, the sun, the Red Sea, the Atlantic Ocean,  the Padma, the Himalayas, the Persian Gulf, the north, the south, the east, the west, the earth, the Indians, the Muslims, the holy Quran, the Daily Star, the Amir, the 24th October
the U.S.A, the United Kingdom.

যেসব স্থানে Article বসে না

a/an অনির্দিষ্ট একটি মাত্র ব্যক্তি বা বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাই plural word
এর পূর্বে article a/an বসে না। শুধু মাত্র
singular
এবং অনির্দিষ্ট ব্যক্তি/ বস্তুর ক্ষেত্রে a/an ব্যবহৃত হয়। যেমনঃ a book, a pen, an apple ইত্যাদি।

যেসব noun এর কোন plural form নেই বা যাদের সাথে s/es যুক্ত হয়ে plural হয় না সেসব word এর পূর্বেও article বসে না। নিন্মের কবিতার মাধ্যমে word গুলো মনে রাখুন ।নিন্মের word গুলোর পূর্বে কোন
article
বসে না।
ভাষা( bangla, French etc), খাদ্য (bread, meat etc), গ্যাস (oxygen, hydrogen etc) আর রোগব্যধি (malaria, cancer, AIDS)
অদৃশ্য (information, advice), তরল বস্তু (tea, soup,oil), ক্ষুদ্র কনা( sand, rice, flour) থাকে যদি ,
পাঠ্য বিষয় (physics, history, chemistry),
প্রাকৃতিক বস্তু (sunshine, darkness),
খেলাধুলা (football, cricket,chess)
এসব বিষয় non count – করোনা অবহেলা
যেমনঃ bread, wood, oil, rice etc.
breads ×, a wood×, one oil ×, rice are × is √ eaten by me.

★★★বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ★★★
He learned (×: no article) English when he was in the USA.
My neighbor is a photographer, let’s ask him for (×: no article) advice about color films
He is a European.
I only want a little sugar in my tea. Please.
Metre is a unit of length.
(×: no article) AIDS virus infection is incurable.
He leads a comfortable life.
He made a few mistakes.
(×: no article) Agriculture is an important activity in Bangladesh.
I need a piece of soap to wash my dress with.
(×: no article) Scenery is not the only thing that tourists want to see.

 

Share:

তৃতীয় বর্ষ বিএসএস শাখার রুটিন ২০২১



wWMªx 3q el© cixÿvi iæwUb - 2021 Bs

weGmGm kvLvi R‡b¨

ZvwiL

evi

welq

02/10/21

kwbvevi

Bs‡iRx

Avewk¨K

09/10/21

kwbevi

ivóªweÁvb

5g

24/10/21

iweevi

g‡bvweÁvb

5g

25/10/21

‡mvgevi

A_©bxwZ

5g

30/10/21

kwbevi

A_©bxwZ

01/11/21

‡mvgevi

ivóªweÁvb

06/11/21

kwbevi

g‡bvweÁvb


Share:

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages