বিজ্ঞান হিসেবে জনবিজ্ঞানের গুরুত্ব আলােচনা কর।

 

বিজ্ঞান হিসেবে জনবিজ্ঞানের গুরুত্ব আলােচনা কর।

অথবা, বৈজ্ঞানিক বিষয় হিসেবে জনবিজ্ঞানের যথার্থতা বর্ণনা কর।

উত্তরা ভূমিকা : জনতাত্ত্বিক বিশ্লেষণ এবং জনসংখ্যা শিক্ষার সমন্বয় হলাে জনবিজ্ঞান। অর্থাৎ জনবিজ্ঞান হলাে মানবীয় জনসংখ্যার পরিসংখ্যানগত পঞন্ধতির বিশ্লেষণ। জনবিজ্ঞান হলাে অতীত ও ভবিষ্যৎ জনসংখ্যা বিশ্ষোরণ পরিবর্তনের পরিমাপ । অর্থাৎ বলা যায়, মানবীয় জনসংখ্যার সংখ্যাতাত্ত্বিক বিস্তৃত বর্ণনাকে জনবিজ্ঞান বলে। জনবিজ্ঞান বিজ্ঞান কি না : সাধারণত কোন বিষয় বিজ্ঞান কি না তা নির্ভর করে চারটি ঘটনা বা বিষয়ের উপর। যথা ।

১. বিষয়বস্তু (Subjectmatter) : ২. বৈজ্ঞানিক পদ্ধতি (Scientific method) : জনবিজ্ঞান তার পবেষণায় বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে। জনতাত্ত্বিক তথ্যসংগ্রহের ক্ষেত্রে জনবিজ্ঞান যে বিজ্ঞানভিত্তিক পদ্ধতি অনুসরণ করে তার কয়েকটি প্রধান পর্যায় রয়েছে এলাে হলাে।

, সমস্যা নির্বাচন খ, পর্যবেক্ষণ এবং তথ্যসংপ্রহ গ, সংপৃহীত তথ্যের শ্রেণিবিন্যাস যা সারণিবন্ধকরণ : ঘ, সত্যতা বা যখার্থতা যাচাই :, ভবিষৎবাণী :

, বৈজ্ঞানিক দৃষ্টিভ্দি (Scientific outlook) : বিজ্ঞানের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর দৃষ্টিতা্গ।

বৈজ্ঞানিক দৃষ্টিতঙ্গি বলতে বুকায় পরীক্ষা নিরীক্ষা বহির্ভূক্ত আানকে আঁকড়ে ধবে না থেকে পরীক্ষা নিরীক্ষার বিষয়কে

বিজয়ন্ত হিসেবে এহণ করা।

Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages