অর্থনীতি ৫মপত্র সংক্ষিপ্ত প্রশের উত্তর

 

(1) আদমশুমারি কী?

উত্তর : একটি দেশের অর্থনৈতিক, সামাজিক, পেশাগত এবং জন্ম-মৃত্যু সম্পর্কে যাতীয় তথ্যসংগ্রহ করাকে আদমশুমারি বলে।

(2) নমুনা জরিপ কী?

উত্তর : যে জরিপের মাধ্যমে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্যসংগ্রহ না করে তাদের অল্প কিছু থেকে তথ্যসংগ্রহ করা হয় তাকে নমুনা জরিপ বলে।

(3) বাংলাদেশে  প্রথম ১৯৭৪ সালে আদমশুমারি  হয়

(4) শিশু মৃত্যুহার কী?

উত্তর : কোনাে দেশে বা ভৌগােলিক এলাকায় প্রতি বছরে প্রতি হাজার জীবিত জন্মগ্রহণকারী শিশুর মধ্যে একবছর বয়সের যে ক'জন শিশু মৃত্যুবরণ করে সেই সংখ্যাকে শিশু মৃত্যুহার বলে।

(5) পূর্ণাঙ্গ জীবন সারণি কী?

উত্তর : বিবেচনাধীন জনগােষ্ঠীর বয়স ব্যবধান ১ বছর বিবেচনা করে জন্ম থেকে সর্বশেষ প্রয়ােগশীল বয়স পর্যন্ত এর জীবন প্রত্যাশার ইতিহাস যে টেবিলে দেখানাে হয় তাকে পূর্ণাঙ্গ জীবন সারণি বলা হয়।

(6) অভিগমন কী?

উত্তর : স্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক ভৌগােলিক অঞ্চল হতে অন্য ভৌগােলিক অঞ্চলে গমনাগমন করাকে স্থানান্তর বলে।

(7) নিউ-ন্যাটাল কী?

উত্তর : জন্মের ৪ সপ্তাহের মধ্যে জন্মগত ক্রুটি বা অঙ্গ-প্রত্যঙ্গজনিত ক্রুটির কারণে যদি শিশুর মৃত্যু হয়, তবে তাকে নিউ-ন্যাটাল শিশু মৃত্যু বলে।

(8) নিবন্ধীকরণ পদ্ধতি কী?

উত্তর : জন্ম, মৃত্যু, বিবাহ-বিবাহ বিচ্ছেদ ইত্যাদি ঘটনাসমূহ জাতীয়ভাবে নথিবদ্ধ করার রীতিকে নিবন্ধীকরণ বলে।

(9) জনবিজ্ঞান কি?

উত্তর : জনবিজ্ঞান বলতে এমন শাস্ত্র বুঝায় যা জনসংখ্যার আকার, বণ্টন, কাঠামাে এবং পরিবর্তনের পাশাপাশি এদের আর্থ-সামাজিক, নৈতিক এবং এমনকি ধর্মীয় ও সাস্কৃতিক বৈশিষ্ট্যও অন্তর্ভুক্ত করে।

(10) জনসংখ্যা কাকে বলে?

উত্তর : কোন নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে পরস্পর সম্পর্কিত ও সংঘবদ্ধভাবে বসবাসরত বিভিন্ন বয়সের নারী-পুরুষের সমষ্টিকে জনসংখ্যা বা Population বলে।

(11) শুমারি কাকে বলে?  উত্তর : পূর্ব গণনাকে শুমারি বলে।

(12) বাংলাদেশে প্রথম কত সলে আদমশুমারি অনুষ্ঠিত হয়?

উত্তর : বাংলাদেশে ১৯৭৪ সালে সর্ব প্রথম আদমশুমারি শুরু হয়।

(13) প্রজনন ক্ষমতা কি?

উত্তর : সন্তান ধারণ অথবা সন্তান জন্মদানের জৈবিক সামর্থ্যই প্রজনন ক্ষমতা (Fecundity)

(14) IMR এর পূর্ণরূপ কি?  infant Mortality Rate.

(15) পােস্ট নিওন্যাটাল মৃত্যুহার কি?

উত্তর : ১ বছরের মধ্যে প্রতি হাজার জীবিত জনসংখ্যার মধ্যে কতজন শিশু মৃত্যুবরণ করে তাকে পােস্ট নিওন্যাটাল মৃত্যুহার বলে।

(16) মরণশীলতা কি?

উত্তর : জনসংখ্যা পরিবর্তনের একটি উপাদান বা উপাংশ হিসেবে মৃত্যুকে মরণশীলতা বলে।

(17) জীবন সারণি প্রধানত কত প্রকার? ২ প্রকার। যথা : ১. পূর্ণ-জীবন সারণী ও ২. সংক্ষিপ্ত জীবন সারণী।

(18) কোহর্ট কি? উত্তর : যে সব লােক এই সময়ে জীবন আরম্ভ করে তাদের সমষ্টিকে কোহ্ট বলে।

 (19) জনবিজ্ঞানের জনক কে? উত্তরঃ john Graunt কে জনবিজ্ঞানের জনক বলা যায়।

(20) কাম্য জনসংখ্যা কি?

উত্তর : কাম্য জনসংখ্যা বলতে এমন জনসংখ্যাকে বুঝায় যা জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করে।

(21) জনবৈজ্ঞানিক উপাত্ত কি? উত্তর জন্, মৃত্যু, স্থানান্তর।

(22) শূন্য জনসংখ্যা বৃদ্ধি কি?

উত্তর : শূন্য জনসংখ্যা বৃদ্ধি এমন এক অবস্থা নির্দেশ করে যখন কোনাে দেশে জন্ম এবং বহিরাগমনের মােট সমষ্টি

মৃত্যু এবং বহির্গমনের মােট সমষ্টির সমান হয়।

(23) জনবৈজ্ঞানিক চলকগুলাে কি? উত্তর : জন্ম, মৃত্যু, স্থানান্তর।

(24) CBR-এর পূর্ণরূপ কি?- Crude Birth Rate.

(25) সথুল মৃত্যুহার কি?

উত্তর : কোন নির্দিষ্ট বছর কোন প্রদত্ত জনসংখ্যার মধ্যে যে সকল মানুষ মৃত্যুবরণ করে তাকে মধ্য বছরের জনসংখ্যা দিয়ে ভাগ করলে যে অনুপাত পাওয়া যায় তাকে স্থল মৃত্যুহার বলে।

(26) বাংলাদেশের বর্তমান জনসংখ্যা বৃদ্ধির হার কত? উত্তর : ১.৩৭%।

(27) নিট স্থানান্তর বলতে কি বুঝ?

উত্তর : বহিরাগমন এবং বহির্গমন এর পার্থক্যকে Net Migration I

(28) জীবন সারণি কি?

উত্তর : জীবন সারণি হলাে কোনাে নির্দিষ্ট জনসমষ্টির জীবন ইতিহাস যার মধ্যে প্রতিটি সময়ের বেঁচে থাকা এবং মরনের সম্ভাব্যতা নির্দেশ করে।

29.Pull ফ্যাক্টর কি?

উত্তর পুল ফ্যাক্টর হলাে কোন কারণ, ঘটনা, চিকিৎসা শিক্ষা বা উন্নত জীবন যাপনের লক্ষ্যে কোন এলাকায় স্থায়ীভাবে বসবাস করা। অর্থাৎ শহরের সুযােগ সুবিধা, বৈচিত্র্য ও ঢাকচিক্য গ্রামের মানুষকে আর্ক্ষণ করা হলাে পুল ফ্যাক্টর।

(30) কত সালে বাংলাদেশে সর্বপ্রথম জনসংখ্যা নীতি গ্রহণ করা হয় উত্তর। ১৯৭৪ সালে।

 (31) 'Population : An Introduction to Concepts and

Issues'গ্রন্থটির রচয়িতা কে? Paul E. Zopf.

(32) জনসংখ্যা অতিক্রমণ' তত্ত্বটির প্রবক্তা কে? W. S. Thomson.

 (33) ASDR-এর পূর্ণরূপ কী?  ASDR - Age Specific Death Rate.

(34) লিঙ্গ অনুপাত পরিমাপের সূত্রটি কী?

 (35) জনতাত্ত্বিক উপাত্তের ভ্রান্তিসমূহ কী?

উত্তর : জনতাত্ত্বিক উপাত্তের ভ্রান্তিসমূহ হলাে-১. আওতাজনিত ভুল, ২. বিষয়বস্তু জনিত ভুল ও ৩. জরিপকৃত ভুল।

(36) সাধারণ প্রজনন হার বলতে কি বুঝায়?

উত্তর : কোনাে নির্দিষ্ট বছরে মােট নিবন্ধনকৃত জীবিত জনসংখ্যা এবং সন্তান ধারননের সক্ষম অথবা, প্রজননের যােগ্য মােট মহিলা এই দুইয়ের অনুপাতকে ১০০০ দ্বার গুণ করে সাধারণ প্রজনন হার পাওয়া যায়।




(37) উদ্বাস্ত বলতে কী বুঝ?

উ্তর : কোন প্রতিকূল চাপের স্মুখীন হয়ে যে ব্যক্তি স্বেচ্ছায় স্থানান্তর গমন করে কোথাও আশ্রয় নেয় তাকে উদ্বান্ত বলে

 (38) বাংলাদেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি কিরূপ?

উত্তর : বাংলাদেশের জনসংখ্যা পিরামিডের আকৃতি হলাে বর্ধিঞ্চু পিরামিড।

(39) জনসংখ্যার নির্ভরশীল বয়সদল কোনটি?

উত্তর : জনসংখ্যার নির্ভরশীল বয়সদল হলাে ৬৪।

 (40) UNESCO-এর পূর্ণরূপ কী? United Nations Educational Scientific and cultural Organization.

 (41) বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি কত সালে চালু হয়?

উত্তর : বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি ১৯৫৩ সাল থেকে চালু হয়।

(42) Population An Introduction to Social

Deography' গ্রন্থের রচয়িতা কে?- Poule Zopf.

(43) ভারতীয় উপমহাদেশে প্রথম কত সালে আদমশুমারী গণনা

করা হয়।উত্তর । ১৮৭২ সালে।

(44) 'UNICEF' এর পূর্ণরূপ কি?- United Nations International children Education Fund.

 (45) প্রজনন কী?

উত্তর দৈহিক এবং সামাজিক সাংস্কৃতিক রীতি-নীতি ও কতিপয় বৈশিষ্ট্যের পারস্পরিক জটিল প্রক্রিয়ার সফল ফলগ্রুতিতে সাধারণত কোনাে নারী গােষ্ঠী কর্তৃক সন্তান প্রসব করাকে প্রজনন বলা হয় থাকে।

(46) জনসংখ্যার বয়স কাঠামাে বলতে কী বােঝ?

উত্তর : জনসংখ্যার বয়স কাঠামাে হচ্ছে মানুষের জীবন কালকে বয়স ব্যবধানের ভিত্তিতে বিভক্ত করে প্রকাশ।

(E) "Demographic Transition'------- W.S Thomson.

(47) পুশ ফ্যাক্টর কী?

উত্তর : বিকর্ষণঞজনিত কারণে যখন স্থানান্তর গমন হয় তাকে পুশ ফ্যাক্টর বলে।

(48) স্ত্রী-পুরুষ অনুপাত বলতে কী বুঝ?

উত্তর । মােট পুরুষ ও মােট স্ত্রীলােকের সংখ্যার সাথে শতকরা বা হাজারের আনুপাতিক সংখ্যাকে নারী পুরুষ অনুপাত বলে।

 (49) স্থুল জন্মহার কী?

উত্তর । কোনাে নির্দিষ্ট সময়ে তালিকাভুত্ত মােট জনসংখ্যা ও সময়ের মধ্যবর্তী সময়ের মােট জনসংখ্যার অনুপাতকে ১০০০ ঘারা ওণ করে স্ুল জন্মহার পাওয়া যায় তাকে দল জন্মহার বলে।

(50) জনসংখ্যা ভূগােল কাকে বলে?

উত্তর : যেসব অবস্থার কারণে জনসংখ্যার পরিবর্তন হয় এবং ভৌগােলিক পরিবেশের তারতম্য হেতু জনসংখ্যার কাঠামাের পরিবর্তন হয় তার এলাকাভিত্তিক গুণগত এবং পরিমাণগত বিশ্লেষণকে জনসংখ্যা ভূগােল বলা হয়।

 (51) নমুনা জরিপ কী?

উত্তর : যে জরিপের মাধ্যমে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে তথ্যসংগ্রহ না করে তাদের অল্প কিছু থেকে তথ্যসংগ্রহ করা হয় তাকে নমুনা জরিপ বলে।

 (52) পূর্ণাঙ্গ জীবন সারণি কী?

উত্তর : বিবেচনাধীন জনগােষ্ঠীর বয়স ব্যবধান ১ বছর বিবেচনা করে জন্ম থেকে সর্বশেষ প্রয়ােগশীল বয়স পর্যন্ত এর জীবন প্রত্যাশার ইতিহাস যে টেবিলে দেখানাে হয় তাকে পূর্ণাঙ্গ জীবন সারণি বলা হয়।

(53) population pyramid? উত্তর : জনসংখ্যার বয়স লিঙ্গ সংযুক্তি তথা জনসংখ্যা কাঠামাের যুগপৎ চিত্রকর উপস্থাপনাকে জনসংখ্যা পিরামিড বলা হয়।

 (54) ASFR-------Age Specific Fertility Rate.

 (55) প্রমিতায়ন মৃত্যুহার বলতে কী বুঝ? (What do you

mean by standardized mortality rate?)

উক্তর : প্রমিতায়ন মৃত্যুহার হলাে মৃত্যুহারের আপেক্ষিক পরিমাপ যা দুটি স্থানে বা দুটি ভন্ন সময়ের মৃত্যুহার তুলনা করে।

(56) বাংলাদেশে সর্বশেষ কত সালে আদমগুমারি অনুষ্ঠিত হয়েছিল? ২০১১ সালে।

 

Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages