*** স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে
বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাসমূহ : যে পরিকল্পনা কেন্দ্র এবং
স্থানীয়
সম্পদের সমন্বয় সাধনের মাধ্যমে জনগণের অংশগ্রহণ ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে মত
বিনিময়ের মাধ্যমে গ্রহণ করা হয় তাই স্থানীয় পরিকল্পনা। স্থানীয়
পরিকল্পনার মাধ্যমে গ্রামীণ জনসাধারণের উন্নয়ন ও কল্যাণ সাধন হয়। বাংলাদেশ
সরকার স্থানীয়
উন্নয়নের নিমিত্তে বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং স্থানীয়
সরকার ব্যবস্থাকে যুগ-উপযেীগী করার অঙ্গীকার নিয়ে এগিয়ে চলেছে।
নিম্নে স্থানীয় সরকারকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত
পরিকল্পনাসমূহ আলােচনা করা হলাে :
১. জনগণকে সচেতন করা : গ্রামীণ জনগণ
সচেতন হলে স্থানীয় ও জাতীয় পর্যায়ে জন-অংশগ্রহণ নিশ্চিত হবে। যা
সামগ্রিক
উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করবে।
২. মাঠ প্রশাসনের ব্যাপক পরিবর্তন :
কোনাে উন্নয়ন পরিকল্পনার নীতির বাস্তবায়নের জন্য দক্ষ ও যােগ্য প্রশাসকের
প্রয়ােজন। দক্ষ ও যােগ্য প্রশাসকের মাধ্যমেই স্থানীয় সরকার ব্যবস্থা সঠিক ভূমিকা পালনে সফল হবে।
৩. মানব সম্পদ তৈরির ক্ষেত্রে :এ লক্ষ্যে বাংলাদেশ সরকার প্রতিষ্ঠা
করেছে বাংলাদেশ লােক প্রশাসন
প্রশিক্ষণ কেন্দ্র। এছাড়া আরাে
প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র।
8. পরিকল্পনার সনাতনী নীতি পরিহার : সরকার
সময়ে সাথে তাল মিলিয়ে সনাতনী নীতির পরিহার ও যুগ- উপযােগী নীতি গ্রহণ করেছে যা স্থানীয় সরকারকে
সফল করার লক্ষ্যেই গ্রহণ করেছে।
৫. বহুমুখী উন্নয়ন কাঠামাে তৈরি :বহুমুখী উন্নয়ন কাঠামাে প্রস্তুতের
মাধ্যমে স্থানীয় উন্নয়ন নিশ্চিত করা সম্ভবপর হয় ।
৬. জাতীয় ও আঞ্চলিক পরিকল্পনার মধ্যে সমন্বয় সাধন করা : জাতীয় ও
আঞ্চলিক পরিকল্পনার মধ্যে সমন্বয়ের উদ্দেশ্যে তথ্য সংগ্রহ ও তা জাতীয় পর্যায়ে সরবরাহ
করে থাকে। যার ফলে জাতীয় পরিকল্পনা গ্রহণ সহজতর হয় এবং স্থানীয় পর্যায়ে
উন্নয়ন পরিকল্পনা গ্রহণে
এ তথ্য বিশেষ কাজে লাগে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার দীর্ঘমেয়াদি
পরিলকল্পনা গ্রহণ করেছে।
৭. কারিগরি শিক্ষাকে যুযােগপযােগী করার পরিকল্পনা : কারিগরি জ্ঞানে প্রসারের মধ্যে দিয়ে জনগণের
নিরক্ষরতা ও বেকারত্ব দূর করা সম্ভব। আর নিরক্ষরতা ও বেকারত্ব দূর করতে পারলেই
উন্নয়নের সঠিক বাস্তবায়ন সম্ভব।
৮. কেন্দ্রের সাথে যােগাযােগ বৃদ্ধি : এলক্ষ্যে কেন্দ্রীয় সরকার
বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা, স্থানীয় উন্নয়নে সহায়ক।
৯. স্থানীয় সরকারের সমস্যাসমূহ চিহ্নতকরূণ : স্থানীয় সরকার যে সকল
বাধা বা সমস্যায় বিদ্যমান তা চিহ্নিত করে বাধাসমূহ দূর করতে পারলেই স্থানীয়
সরকারের সফলতার দ্বার উন্মােচিত হবে। তাই স্থানীয় সরকারের সমস্যাসমূহ বা বাধাসমূহ
চিহ্নিত করা একান্ত অপরিহার্য একটি বিষয়।
১০. স্বনির্ভরশীলতা অর্জনের ক্ষেত্রে : বাংলাদেশ সরকার স্থানীয়
উন্নয়নের জন্য নানাবিধ পরিকল্পনা গ্রহণ করেছে। যেমন : শিল্প কলকারখানা স্থাপন, কারিগরি শিক্ষা প্রদান, বিভিন্ন
প্রশিক্ষণের ব্যবস্থা প্রভৃতি।
উপসংহার : উপরের আলােচনার শেষে বলা যায় যে, বাংলাদেশ সরকার স্থানীয় উন্নয়নের জন্য যে সকল পরিকল্পনা
গ্রহণ করেছে তা সত্যিই যুগাোপযােগী। এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে স্থানীয়
সরকার ব্যবস্থা যথেষ্ট উন্নয়ন সাধন হবে। এর ফলে স্থানীয় পর্যায়ের উন্নয়ন
তবরান্বিত হবে।








No comments:
Post a Comment