**উত্তর ভূমিকা : বাংলাদেশে স্থানীয় পর্যায়ে দু'ধরনের স্থানীয় প্রশাসন দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি
হলাে স্থানীয় সরকার এবং অপরটি হলাে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।
। পার্থক্য গুলাে নিম্নে উল্লেখ করা হলাে :
|
পার্থক্যের বিষয় |
স্থানীয় সরকার |
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার |
|
১. পরিচালনা |
স্থানীয় সরকার সরকারি কর্মকর্তাদের স্থানীয় দ্বারা পরিচালিত। |
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত। |
|
২. আইন তৈরির ক্ষমতা |
স্থানীয় সরকারের আইন তৈরির স্থানীয় ক্ষমতা নেই। কেন্দ্রীয়
সরকার কর্তৃকপ্রদত্ত বিধিমালা অনুসারে পরিচালিতহয়। |
স্বায়ত্তশাসিত সরকারের আইন বা উপাবিধি প্রণয়নের ক্ষমতা আছে। নিজস্ব
শাসনব্যবস্থা পরিচালনার জন্য সরকারের আইনের সাথে
সামঞ্জস্য রেখে আইন বা উপবিধি তৈরি করতে পারে। |
|
৩, জবাবদিহিতা |
স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকারেরকাছে জবাবদিহি করে। তারা
কেন্দ্রীয়সরকারের প্রতিনিধি। |
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার যেহেতু জনগণের নির্বাচিত
প্রতিনিধি সেহেতু তারা তাদের কার্যাবলির জন্য স্থানীয় জনগণের
কাছে জবাবদিহি করতে হয়। |
|
৪. জনগণের অংশগ্রহণ |
স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নেই বললেই চলে।সরকারি কর্মচারীরা
সরকার পরিচালনা করে ।কাজেই এর সফলতা ও সাফল্য নির্ভর করে সরকারী কর্মকর্তাদের দক্ষতাকর্মতৎপরতার উপর। |
স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার পরিচালিত হয় স্থানীয় জনসাধারণের
অংশগ্রহণের মাধ্যমে এবং এর সফলতা নির্ভর করে জনসাধারণের স্বতঃস্ফৃর্ত অংশগ্রহণের উপর। |
|
৫. সময়সীমা |
স্থানীয় সরকার একটি স্থায়ী প্রতিষ্ঠান । এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই । |
স্থানীয় স্বায়ত্বশাসিত সরকারের কার্যকালের নির্দিষ্ট সময়সীমা আছে, কেননা এটা নির্দিষ্ট সময়সীমার জন্য নির্বাচিত হয় । |








No comments:
Post a Comment