স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য

 

 




**উত্তর ভূমিকা : বাংলাদেশে স্থানীয় পর্যায়ে দু'ধরনের স্থানীয় প্রশাসন দেখতে পাওয়া যায়। এর মধ্যে একটি

হলাে স্থানীয় সরকার এবং অপরটি হলাে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।

পার্থক্য গুলাে নিম্নে উল্লেখ করা হলাে :

পার্থক্যের বিষয়

 

স্থানীয় সরকার

 

স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার

 

১. পরিচালনা

 

স্থানীয় সরকার সরকারি কর্মকর্তাদের স্থানীয়

দ্বারা পরিচালিত।

 

স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার নির্বাচিত

প্রতিনিধিদের দ্বারা পরিচালিত।

 

২. আইন তৈরির ক্ষমতা

 

স্থানীয় সরকারের আইন তৈরির স্থানীয়   ক্ষমতা নেই। কেন্দ্রীয় সরকার কর্তৃকপ্রদত্ত বিধিমালা অনুসারে পরিচালিতহয়।

 

স্বায়ত্তশাসিত সরকারের আইন বা উপাবিধি প্রণয়নের ক্ষমতা আছে। নিজস্ব শাসনব্যবস্থা পরিচালনার জন্য সরকারের আইনের সাথে                                                      সামঞ্জস্য রেখে আইন বা উপবিধি তৈরি করতে পারে

 

, জবাবদিহিতা

 

স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকারেরকাছে জবাবদিহি করে। তারা কেন্দ্রীয়সরকারের প্রতিনিধি।

                            

  স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার যেহেতু জনগণের নির্বাচিত প্রতিনিধি সেহেতু তারা তাদের কার্যাবলির জন্য স্থানীয় জনগণের কাছে জবাবদিহি করতে হয়।

 

৪. জনগণের অংশগ্রহণ

 

স্থানীয় সরকার ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নেই বললেই চলে।সরকারি কর্মচারীরা সরকার পরিচালনা করে কাজেই এর সফলতা ও সাফল্য নির্ভর করে সরকারী

কর্মকর্তাদের দক্ষতাকর্মতৎপরতার উপর।

 

 

স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার পরিচালিত হয় স্থানীয় জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এবং এর

সফলতা নির্ভর করে জনসাধারণের স্বতঃস্ফৃর্ত অংশগ্রহণের উপর।

 

 

৫. সময়সীমা

 

স্থানীয় সরকার একটি স্থায়ী প্রতিষ্ঠান এর কোনো নির্দিষ্ট সময়সীমা নেই

স্থানীয় স্বায়ত্বশাসিত সরকারের কার্যকালের নির্দিষ্ট সময়সীমা আছে, কেননা এটা নির্দিষ্ট সময়সীমার জন্য নির্বাচিত হয়

 

Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages