সংক্ষিপ্ত প্রশ্ন
**গ্রাম্য আদালত কাকে বলে ?
উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও
মেম্বার বা পরিষদ কর্তৃক
প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়ােগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকেই
গ্রাম্য আদালত বলে।
**কুমিলা মডেল কে এবং কত সালে প্রতিষ্ঠা
করেন?
উত্তর : বিখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ
আখতার হামিদ খান ১৯৫৯
সালে কুমিলা মডেল বা BARD
প্রতিষ্ঠান
করেন।
**
NGO- Non Government Organization.
**VAID -Village Agricultural and
Industrial Development.
**একনেক
কি
? --পরিকল্পনা
অনুমােদনের সর্বোচ্চ সংস্থা।
**উপজেলা পরিষদের প্রশাসনিক প্রধান--উপজেলা নির্বাহী অফিসার।
**বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের
সংখ্যা ১২টি।
**বাংলাদেশের স্থানীয় সরকারের রাজস্বের
প্রধান উৎস কর
ব্যবস্থা।
**Little Republic'কাকে
বলে-প্রাচীন কালে গ্রামগুলােকে বলা হত।
**বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর
ইউনিয়ন পরিষদ।
**ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার
পঞ্চায়েত আইনকে প্রবর্তন করেন-- লর্ড মেয়ো
।
**মৌলিক গণতন্ত্র আদেশ ২৭ অক্টোবর, ১৯৫৯ সালে।
জারি করা হয়েছি॥
**উপজেলা পরিষদের নির্বাচিত প্রধান- উপজেলা চেয়ারম্যান।
** গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলাে-
এ সমাজ কৃষিনির্ভর।
**জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা ২১ জন।
**সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ - সমস্যা নির্ণয় বা চিহ্নিতকরণ।
**স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম
লিখ।
উত্তর : আইনগত পদ্ধতি ও আধুনিক পদ্ধতি
**"The Mind and Society" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : ভিলফ্রেডো প্যারেটোর লেখা।
** জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা -জেলা প্রশাসক।
**চিরস্থায়ী বন্দোবস্তু প্রথা কে
প্রবর্তন করেন- লর্ড কর্নওয়ালিস।
**বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা পরিষদ
রয়েছে-৪৯২টি।
**গ্রামীণ রাজনীতি কী-গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও
আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।
**ই-শাসন কী-ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যে
সরকারের কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়
তাকেই ই-শাসন বলে।
**ECNEC -Executive Committee of
National Economic Council.
**আনুষ্ঠানিক নেতা কে-- প্রাতিষ্ঠানিক কাঠামােতে গড়ে উঠা নেতৃত্বকেই আনুষ্ঠানিক নেতৃত্ব বলে।
**স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী?
উত্তর : দেশের কেন্দ্রীয় সরকার কর্তৃক
প্রদত্ত বিভিন্ন
সম্পদের ওপর ভিত্তি করে স্থানীয় জন
প্রতিনিধি ও সাধারণ জনগণের
অংশগ্রহণে যে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, তাকে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বলে ।
**সালিশ কী---সালিশ হলাে দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ
বা কলহ
নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা
করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।
**দু'টি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম হলাে- ১. ইউনিয়ন পরিষদ ও ২. উপজেলা পরিষদ।
**উপজেলা পরিষদের উপদেষ্টা-উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য।
** VGF-----Vulnerable Group Feeding.
**স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দু টি
উন্নয়নমূলক কাজ হলাে- ১. যােগাযােগ ব্যবস্থার উন্নয়ন ও ২.
পানীয় জল সরবরাহ স্বাভাবিক
রাখা।
**অর্থনৈতিক পরিকল্পনা কী? সাধারণ অর্থে, কোনাে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে
অর্থনৈতিক পরিকল্পনা বলে।
**সালিশ বলতে কি বােঝায়?
উত্তর : সালিশ হলাে দুই পক্ষের বিদ্যমান
দ্বন্দ্ব বা কলহ নিরসনকল্পে
তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।
**বাংলাদেশে পল্লি উন্নয়নে নিয়ােজিত দু'টি এনজিওর নাম হলাে- ১. ব্র্যাক ও ২. আশা।
**বাংলাদেশে স্থানীয় সরকারের স্তর
তিনটি। যথা- ১. ইউনিয়ন পরিষদ; ২.
উপজেলা ও ৩. জেলা পরিষদ।
**পোষক
হলো- গ্রাম্য ধনী ব্যক্তি
**ADT - Asian Development Transport.
**সমন্বয় বলতে কি বুঝ?
উত্তর : প্রশাসনিক বিকেন্দ্রীকরণের
সুবিধার্থে এক বিভাগ
অন্য বিভাগের সাথে মিলেমিশে কাজ করাই
হলাে সমন্বয়।
**বাংলাদেশে উপজেলার সংখ্যা- ৪৯২ টি।
**স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দু'টি উদাহরণ হলাে-
১. ইউনিয়ন পরিষদ ও ২. উপজেলা পরিষদ।
**জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে কত
সালে জেলাবোর্ড করা হয়? উত্তর : ১৯৮২ সালে।
**ইউনিয়ন পরিষদের মােট নির্বাচিত সদস্য
কতজন?
উত্তর : ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং ৩টি সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত
নারী সদস্য)।
**স্থানীয় সরকারের দুইটি উন্নয়নমূলক
কাজ হলাে-১. কৃষি ও কুটির শিল্পের উন্নতি ও ২. বন, পশু ও মৎস্য সম্পদ বৃদ্ধি।।
**প্রশাসনের সর্বনিম্ন স্তর ইউনিয়ন
পরিষদ।
*উপজেলা অধ্যাদেশ জারি করেন-জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ।
**"Leadership" শব্দটি ‘‘Lead'’ শব্দ থেকে এসেছে
**NICAR - The National Aimplementation Reorganisation.
**"Cultural Change" গ্রন্থটির রচয়িতা -টয়েনবী চ্যাপিন-এর।
**"Ancient Society" গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : লুইস হেনরি মর্গান।
**জাতীয় অর্থনৈতিক পরিষদ কী-পরিকল্পনা অনুমােদনের সর্বোচ্চ সংস্থা।
**স্থানীয় স্বায়ত্তশাসন কি?
উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসন হলাে
সেই সরকার যা স্থানীয় জনগণের ভােটে নির্বাচিত কেন্দ্র বা প্রদেশের কোনাে এজেন্ট নয়। এ সরকারের করারোপ ও স্থানীয় নিয়ন্ত্রণ আরোপের ক্ষমতা থাকে।
**উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয়?
উত্তর : ১৯৮৫ সালে।
**মাঠ প্রশাসন কী?
উত্তর : রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র
অঞ্চলে বিভক্ত করে সরেজমিনের সরকার যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করে তাকে মাঠ প্রশাসন বলে।
***BARD – Bangladesh Academy for
Rural Development.
**সম্মোহনী নেতৃত্ব কী?উত্তর : কোনাে নেতা যখন তার নেতৃত্ব
দ্বারা জনগনকে
ভীষনভাবে আকৃষ্ট, অনপ্রানিত ও উদ্বুদ্ব করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে স্মোহনী নেতৃত্ব বলা হয়।








No comments:
Post a Comment