রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র সংক্ষিপ্ত প্রশ্ন

 



সংক্ষিপ্ত প্রশ্ন


**গ্রাম্য আদালত কাকে বলে ?

উত্তর : ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়ােগ করে গ্রামীণ সমাজে যে বিচার কার্য পরিচালনা করা হয় তাকেই গ্রাম্য আদালত বলে।

**কুমিলা মডেল কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন?

উত্তর : বিখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ আখতার হামিদ খান ১৯৫৯ সালে কুমিলা মডেল বা BARD প্রতিষ্ঠান করেন।

**  NGO- Non Government Organization.

**VAID -Village Agricultural and Industrial Development.

**একনেক কি ? --পরিকল্পনা অনুমােদনের সর্বোচ্চ সংস্থা।

**উপজেলা পরিষদের প্রশাসনিক প্রধান--উপজেলা নির্বাহী অফিসার।

**বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা  ১২টি।

**বাংলাদেশের স্থানীয় সরকারের রাজস্বের প্রধান উৎস কর ব্যবস্থা।

**Little Republic'কাকে বলে-প্রাচীন কালে গ্রামগুলােকে বলা হত।

**বাংলাদেশে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ।

**ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চায়েত আইনকে প্রবর্তন করেন-- লর্ড মেয়ো

**মৌলিক গণতন্ত্র আদেশ ২৭ অক্টোবর, ১৯৫৯ সালে।

জারি করা হয়েছি

**উপজেলা পরিষদের নির্বাচিত প্রধান- উপজেলা চেয়ারম্যান।

** গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলাে- এ সমাজ কৃষিনির্ভর।

**জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ‌‌্যা ২১ জন।

**সিদ্ধান্ত গ্রহণের প্রথম ধাপ - সমস্যা নির্ণয় বা চিহ্নিতকরণ।

 **স্থানীয় সরকার অধ্যয়নের দুটি পদ্ধতির নাম লিখ।

উত্তর : আইনগত পদ্ধতি ও আধুনিক পদ্ধতি

**"The Mind and Society" গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : ভিলফ্রেডো প্যারেটোর লেখা।

** জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা -জেলা প্রশাসক।

**চিরস্থায়ী বন্দোবস্তু প্রথা কে প্রবর্তন করেন- লর্ড কর্নওয়ালিস।

**বাংলাদেশে বর্তমানে কতটি উপজেলা পরিষদ রয়েছে-৪৯২টি।

**গ্রামীণ রাজনীতি কী-গ্রামীণ জনগণের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।

**ই-শাসন কী-ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে যে সরকারের কার্যক্রম পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় তাকেই ই-শাসন বলে।

**ECNEC -Executive Committee of National Economic Council.

**আনুষ্ঠানিক নেতা কে-- প্রাতিষ্ঠানিক কাঠামােতে গড়ে উঠা নেতৃত্বকেই আনুষ্ঠানিক নেতৃত্ব বলে।

**স্থানীয় পর্যায়ে পরিকল্পনা কী?

উত্তর : দেশের কেন্দ্রীয় সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন

সম্পদের ওপর ভিত্তি করে স্থানীয় জন প্রতিনিধি ও সাধারণ জনগণের অংশগ্রহণে যে কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে, তাকে স্থানীয় পর্যায়ে পরিকল্পনা বলে ।

**সালিশ কী---সালিশ হলাে দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ বা কলহ

নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।

**দু'টি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম হলাে- ১. ইউনিয়ন পরিষদ ও ২. উপজেলা পরিষদ।

**উপজেলা পরিষদের উপদেষ্টা-উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য।

 ** VGF-----Vulnerable Group Feeding.

**স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দু টি উন্নয়নমূলক কাজ হলাে- ১. যােগাযােগ ব্যবস্থার উন্নয়ন ও ২. পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখা।

 **অর্থনৈতিক পরিকল্পনা কী? সাধারণ অর্থে, কোনাে দেশের অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে পরিকল্পিত কর্মসূচিকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।

**সালিশ বলতে কি বােঝায়?

ত্তর : সালিশ হলাে দুই পক্ষের বিদ্যমান দ্বন্দ্ব বা কলহ নিরসনকল্পে তৃতীয় পক্ষের মধ্যস্থতা করার প্রচেষ্টা বা প্রক্রিয়া।

 **বাংলাদেশে পল্লি উন্নয়নে নিয়ােজিত দু'টি এনজিওর নাম হলাে- ১. ব্র্যাক ও ২. আশা।

**বাংলাদেশে স্থানীয় সরকারের স্তর তিনটি। যথা- ১. ইউনিয়ন পরিষদ; ২. উপজেলা ও ৩. জেলা পরিষদ।

**পোষক লো- গ্রাম্য ধনী ব্যক্তি

**ADT - Asian Development Transport.

**সমন্বয় বলতে কি বুঝ?

উত্তর : প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধার্থে এক বিভাগ

অন্য বিভাগের সাথে মিলেমিশে কাজ করাই হলাে সমন্বয়।

**বাংলাদেশে উপজেলার সংখ্যা- ৪৯২ টি।

**স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের দু'টি উদাহরণ হলাে-

১. ইউনিয়ন পরিষদ ও ২. উপজেলা পরিষদ।

**জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে কত সালে জেলাবোর্ড করা হয়? উত্তর : ১৯৮২ সালে।

**ইউনিয়ন পরিষদের মােট নির্বাচিত সদস্য কতজন?

উত্তর : ১৩ জন (১ জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ডে ৯ জন সদস্য এবং ৩টি সংরক্ষিত আসনে ৩ জন নির্বাচিত নারী সদস্য)।

**স্থানীয় সরকারের দুইটি উন্নয়নমূলক কাজ হলাে-১. কৃষি ও কুটির শিল্পের উন্নতি ও ২. বন, পশু ও মৎস্য সম্পদ বৃদ্ধি।।

**প্রশাসনের সর্বনিম্ন স্তর ইউনিয়ন পরিষদ।

*উপজেলা অধ্যাদেশ জারি করেন-জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ।

**"Leadership" শব্দটি ‘‘Lead'’ শব্দ থেকে এসেছে

**NICAR  - The National Aimplementation Reorganisation.

**"Cultural Change" গ্রন্থটির রচয়িতা -টয়েনবী চ্যাপিন-এর।

**"Ancient Society" গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর : লুইস হেনরি মর্গান।

**জাতীয় অর্থনৈতিক পরিষদ কী-পরিকল্পনা অনুমােদনের সর্বোচ্চ সংস্থা।

**স্থানীয় স্বায়ত্তশাসন কি?

উত্তর : স্থানীয় স্বায়ত্তশাসন হলাে সেই সরকার যা স্থানীয় জনগণের ভােটে নির্বাচিত কেন্দ্র বা প্রদেশের কোনাে এজেন্ট নয়। এ সরকারের করারোপ ও স্থানীয় নিয়ন্ত্রণ রোপের ক্ষমতা থাকে।

**উপজেলা ব্যবস্থা কবে প্রবর্তন করা হয়?

উত্তর : ১৯৮৫ সালে।

**মাঠ প্রশাসন কী?

উত্তর : রাষ্ট্রকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বিভক্ত করে সরেজমিনের সরকার যে প্রশাসন ব্যবস্থা পরিচালনা করে তাকে মাঠ প্রশাসন বলে।

***BARD – Bangladesh Academy for Rural Development.

**ম্মোহনী নেতৃত্ব কী?উত্তর : কোনাে নেতা যখন তার নেতৃত্ব দ্বারা জনগনকে ভীষনভাবে আকৃষ্ট, অনপ্রানিত ও উদ্বুদ্ব করতে সক্ষম হন, তখন সেই নেতৃত্বকে স্মোহনী নেতৃত্ব বলা হয়।

Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages