স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতি সমূহ

 





**স্থানীয় সরকার অধ্যয়ন পদ্ধতিসমূহ : গতানুগতিক পদ্ধতি বলতে পুরাতন পদ্ধতিকে বুঝায়। নিন্মে

পদ্ধতিগুলাে আলােচনা করা হলাে :

.অভিজ্ঞতাবাদী পদ্ধতি বা পরীক্ষামূলক পদ্ধতি :অভিজ্ঞতাবাদী পদ্ধতি স্থানীয় সরকারকে একটি বাস্তবরূপ ও প্রাকৃতিক রূপ হিসাবে গণ্য করেও বুঝতে চায় স্থানীয় সরকার ব্যবস্থায় কোন আইন প্রয়ােজন। এ আইনের ঘ্বারা জনগণ কতটুকু উপকৃত হবে স্থানীয় পূর্যায়ে আইনের বাস্তবতা ও উপযােগিতা এ পদ্ধতির মাধ্যমে নির্ণয় করা হয়।

.ঐতিহাসিক পদ্ধতি :স্থানীয় সরকার ব্যবস্থায় বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ ও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ ও সমাধ্যনের জন্য ঐতিহাসিক পদ্ধতির গুরুত্ব পরিলক্ষিত হয়। ঐতিহাসিক পদ্ধতি স্থানীয় মানুষের জীবন ও ঘটনাবলিকে ধারণ করে স্থানীয় সরকার অধ্যয়ন করে থাকে ফলে তা বাস্তবপদ্ধতি পরিগণিত হয়।

.তুলনামুলক পদ্ধতি : স্থানীয় সরকার ব্যবস্থায় স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ঘটনাবলি, রাজনৈতিক অংশগ্রহণ, ক্ষমতার কণ্টন প্রভৃতি ঘটনাবলি পর্যবেক্ষণ করতে গিয়ে তুলনামূলক পদ্ধতির ব্যবহার করা হয়। তুলনামূলক পদ্ধতিতে অধ্যয়নের ফলে কতকগুলাে সাধারণ সুত্রে উপনীত হওয়া যায়

.পর্যবেক্ষণমূলক পদ্ধতি : এ পদ্ধতিতে স্থানীয় সরকার সম্পর্কে বিভিন্ন ভথ্য উপাত্তসংগ্রহ করে তথ্য বিশ্লেষণ করা হয়। এ পদ্ধতিতে খুব সহজে স্থানীয় সরকার কাঠামাের মুলে পৌছানাে যায়।

. দার্শনিক পদ্ধতি : এ পদ্ধতিতে স্থানীয় সরকারের প্রকৃতি, স্থানীয় সরকারের প্রয়ােজনীয়তা, বক্তির সাথে স্থানীয় সরকারের সম্পর্ক। কেন্দ্রীয় সরকারের সাথে স্থানীয় সরকারের সম্পর্ক ইত্যাদি ববিধ প্রশ্নের উত্তর সমাধান করা হয়।

, প্রাতিষ্ঠানিক পদ্ধতি : এ পদ্ধতিতে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রতিষ্ঠানের কাঠামো ও প্রকৃতি পরীক্ষানিরীক্ষা করা যায়।

৭. আচরণগত পুদ্ধতি : স্থানীয় পর্যায়ে ব্যক্তি ও গােষ্ঠীর রাজনৈতিক আচরণকে বিজ্ঞানসম্মত উপায়ে ব্যাখ্যা করা য়। মুলত এ পদ্ধতিতে ন্যক্তির কার্যকলাপ, অনুভুতি আশা-আকাক্ষা, ইচ্ছা প্রভৃতি বিষয় সম্পর্কে আলােচনা করা হয় স্থানীয় সংগঠনের মানবিক কার্যক্রমে আলাচনাসহ আচরণগত পদ্ধতির মূল প্রতিপাদ্য বিষয়।

. কাঠামো কার্যগত পদ্ধতি : দ্ধতিতে স্থানীয় একটি রাজনৈতিক ব্যবস্থায় কি কার্য কোন কাঠামাে দ্বারা সম্পাদিত হয় তার ভিত্তিতে স্থানীয় রাজনীতি বাখ্যা করে এবং তুলনামূলক অধ্যয়ন করার চেষ্টা করে

.পরিসংখ্যানি অধ্যয়ন পদ্ধতি: স্থানীয় সরকার স্থানীয় জনগণের উপর বিভিন্ন সময় বিভিন্ন তথ্য ও উপাত্ত সংগ্রহ করে জনগণের উপর পরিচালি উপাত্ত খেকে স্থানীয় সরকার এ পদ্ধতির মাধ্যমে খুৰ সহজে জীবনয়াত্রার মান, স্বাক্ষরতার হা, দারিদ্রতা অর্থ্নৈতিক কর্মকান্ড ,উৎপাদর আমদানি ও রপ্তানি সম্পর্কে জানা যায়

১০.মনস্তাত্ত্বিক অধ্যয়ন পদ্ধতি :এ পদ্ধতির মাধ্যমে সরকার ব্যবস্থার স্থানীয় জনগণের মানসিক অবস্থা বিবেচনা করে। স্থানীয় পর্যায়ে, স্থানীয়, আদর্শ স্থানীয় জাতীয়তা, স্থানীয় রাজনৈতিক মূল্যবােধ বিচারবিশ্লেষণ করে থাকে।

Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages