প্রশ্ন: বাংলাদেশের সর্বউত্তরের জেলা
কোনটি?
উঃ পঞ্চগড়।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা
কোনটি?
উঃ কক্সবাজার।
প্রশ্নঃ বাংলাদেশের সবচেয়ে পূর্বের
জেলা কোনটি?
উঃ বান্দরবান।
প্রশ্নঃ বাংলাদেশে সবচেয়ে পশ্চিমের
জেলা কোনটি?
উঃ নবাবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ)।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বউত্তরের থানা
কোনটি?
উঃ তেঁতুলিয়া।
প্রশ্ন : বাংলাদেশের সর্বদক্ষিণের
থানা কোনটি?
টেকনাফ।
প্রশ্ন : বাংলাদেশের পূর্বের থানা
কোনটি?
উ: থানচি।
প্রশ্ন : বাংলাদেশের পশ্চিমের থানা
কোনটি?
উঃ শিবগঞ্জ।
প্রশ্ন : বাংলাদেশের সর্বউত্তরের
স্থান কোনটি?
উ । বাংলাবান্দা।
প্রশ্নঃ বাংলাদেশের সর্বদক্ষিণের
স্থান কোনটি?
উ। ছেড়াদ্বীপ।
প্রশ্ন : বাংলাদেশের সর্ব পূর্বের
স্থান কোনটি?
উঃ আখানইঠং।
প্রশ্ন : বাংলাদেশের সর্ব পশ্চিমের
স্থান কোনটি?
উ : মনাকশা।
প্রশ্ন : বাংলাদেশের উত্তর-পূর্ব
কোণের থানা কোনটি?
উ : জকিগঞ্জ।
প্রশ্ন : বাংলাদেশের দক্ষিণ-পূর্ব
কোণের থানা কোনটি?
উ। টেকনাফ।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় বিভাগ
কোনটি?
উ। চট্টগ্রাম বিভাগ (৩৩,৭৭১ বর্গ কি. মি.)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ছােট
বিভাগ কোনটি?
উঃ ময়মনসিংহ বিভাগ (১০,৫৮৪ বর্গ কি.মি.)।
প্রশ্নঃ জনসংখ্যায় বাংলাদেশের বড়
বিভাগ কোটি।
উ। ঢাকা বিভাগ।
প্রশ্ন : জনসংখ্যায় বাংলাদেশের ছােট
বিভাগ কোনটি?
উ। বরিশাল বিভাগ।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় জেলা
কোনটি?
উ। রাঙামাটি (৬,১১৬ বর্গ কি. মি.)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ছােট জেলা
কোনটি?
উ। মেহেরপুর (৭১৬ বর্গ কি. মি.)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের বড় থানা
কোনটি?
উ। শ্যামনগর (সাতক্ষীরা)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ছােট থানা
কোনটি?
উ। ওয়ারী, ঢাকা।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের বড় উপজেলা
কোনটি?
উ। শ্যামনগর (সাতক্ষীরা)।
প্রশ্ন : আয়তনে বাংলাদেশের ছােট
উপজেলা কোনটি?
উ। বন্দর থানা (নারায়ণগঞ্জ)।
প্রশ্ন : জনসংখ্যায় বাংলাদেশের বড়
জেলা কোনটি?
উ। ঢাকা।
প্রশ্ন : জনসংখ্যায় বাংলাদেশের ছােট
জেলা কোনটি?
উ। বান্দরবান।
প্রশ্নঃ জনসংখ্যায় বাংলাদেশের বড়
থানা কোনটি?
উ। গাজীপুর সদর (গাজীপুর)।
প্রশ্নঃ জনসংখ্যায় বাংলাদেশের হােট
থানা কোনটি?
উ। বিমান বন্দর (ঢাকা)।
প্রশ্ন। জনসংখ্যায় বাংলাদেশের বড়
উপজেলা কোনটি?
উ। গাজীপুর সদর (গাজীপুর)।
প্রশ্ন : জনসংখ্যায় বাংলাদেশের ছোট
উপজেলা কোনটি?
উ। থানচি (বান্দরবান)।
প্রশ্ন: আয়তনে বাংলাদেশের সবচেয়ে
বৃহত্তম ইউনিয়ন কোনটি?
উ। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার
সাজেক ইউনিয়ন (আয়তন-১৬৮৭.৩৯ বর্গকিলােমিটার)।








No comments:
Post a Comment