কবিদের জন্ম ও মৃতু‌্য তারিখ



নাম - জন্ম - মৃত্যু

1.   অদ্বৈত মল্লবর্মণ - ১ জানুয়ারি ১৯১৪ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ণ গ্রাম - ১৬ এপ্রিল ১৯৫১, যক্ষ্ণা রোগে কলকাতার ষষ্ঠীপাড়ায়।

2.   অমিয় চক্রবর্তী - ১০ এপ্রিল ১৯০১, পশ্চিমবঙ্গের হুগলি - ১২ জুন ১৯৮৬, শান্তি নিকেতনে

3.   আখতারুজ্জামান ইলিয়াস - ১২ ফেব্রুয়ারি ১৯৪৩ গাইবান্ধা গোটিয়া গ্রাম - ৪ জানুয়ারি ১৯৯৭। ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।

4.   আনোয়ার পাশা - ১৫ এপ্রিল ১৯২৮ মুর্শিদাবাদ জেলার ডবকাই গ্রামে জন্মগ্রহণ করেন - ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মিরপুর বধ্যভূমিতে মৃত্যুবরণ করেন।

5.   আবদুল মান্নান সৈয়দ - ৩ আগস্ট ১৯৪৩ পশ্চিমবঙ্গের জালালপুর গ্রামে - ৫ সেপ্টেম্বর ২০১০।

6.   আবু ইসহাক - ১ নভেম্বর ১৯২৬, শরীয়তপুর জেলার শিরঙ্গল গ্রামে - ১৬ ফেব্রুয়ারি ২০০৩ ঢাকায়।

7.   আবু জাফর শামসুদ্দিন - ১১ মার্চ ১৯১১, গাজীপুর জেলার কালীঞ্জের দক্ষিণবাগ গ্রামে - ২৪ আগস্ট ১৯৮৮ ঢাকায়।

8.   আবুল কালাম শামসুদ্দীন - ৩ নভেম্বর ১৮৯৭ ময়মনসিংহের ধানীখোলা গ্রাম - ৪ মার্চ ১৯৭৮

9.   আবুল মনসুর আহমদ - ১৮৯৮ সালে ময়মনসিংহ ধানীখোলা গ্রামে জন্মগ্রহণ করেন - ১৮ মার্চ ১৯৭৯ ঢাকায়।

10.  আরজ আলী মাতুব্বর - ১৭ ডিসেম্বর ১৯০০ বরিশাল জেলার লামছড়ি গ্রামে - ১৫ মার্চ ১৯৮৫, বরিশাল শেরে বাংলা মেডিকেল।

11.  আল মাহমুদ - ১১ জুলাই ১৯৩৬ ব্রাহ্মণবাড়িয়ার মোড়াইর গ্রামে -

12.  আলাউদ্দিন আল আজাদ - ৬ মে ১৯৩২, নরসিংদী জেলার রামনগর গ্রামে - ৩ জুলাই ২০০৯।

13.  ড. আশরাফ সিদ্দিকী - ১ মার্চ ১৯২৭ টাঙ্গাইল জেলার নাগরবাড়ি -

14.  আহমদ ছফা - ৩০ জুন ১৯৪৩ চট্টগ্রামের গাছবাড়িয়া গ্রামে - ২৮ জুলাই ২০০১।

15.  আহমদ শরীফ - ১৩ ফেব্রুয়ারি ১৯২১ চট্টগ্রামের সুচক্রদন্ডী গ্রামে - ২৪ ফেবরুয়ারি ১৯৯৯।

16.  ঈশ্বরচন্দ্র গুপ্ত - ৬ মার্চ ১৮১২ পশ্চিমবঙ্গের শিয়ালডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন - ২৩ জানুয়ারি ১৮৫৯ সালে মৃত্যুবরণ করেন।

17.  ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর - ২৬ সেপ্টেম্বর ১৮২০ পশ্চিমবঙ্গের বীরসিংহ গ্রামে - ২৯ জুলাই ১৮৯১ কলকাতায়।

18.  এস ওয়াজেদ আরী - ৪ সেপ্টেম্বর ১৮৯০, হুগলি জেলার বড় তাজপুর গ্রামে - ১০ জুন ১৯৫১ কলকাতয়।

19.  কাজী নজরুল ইসলাম - ২৫ মে ১৮৯৯ বর্ধমান জেলার চরুলিয়া গ্রামে - ২৯ শে আগস্ট ১৯৭৬ ঢাকায়।

20. কবি কামিনী রায় - ১২ অক্টোবর ১৮৬৪ বরিশাল জেলার বাসন্ডা গ্রামে - ২৭ সেপ্টেম্বর ১৯৩৩ ঝাড়খণ্ড রাজ্যের হাজারীবাগে।

21.  মহাকবি কায়কোবাদ - ১৮৫৭ সালে ঢাকা জেলার আগলা গ্রামে - ২১ জুলাই ১৯৫১।22.  গিরিশচন্দ্র ঘোষ - ২৮ ডিসেম্বর ১৮৪৪ করকাতার বাগবাজারে - ৮ ফেব্রূয়ারি ১৯১২ কলকাতায়।

23.  গোলাম মোস্তফা - ১৮৯৭ সালে, ঝিনাইদহ জেলার মনোহরপুর গ্রামে - ১৩ অক্টোবর ১৯৬৪ ঢাকায়।

24.  চন্দ্রকুমার দে - ১৮৮৯ সালে, নেত্রকোণা জেলার রাঘবপুর গ্রামে - ১৯৪৬ সালে ময়মনসিংহে।

25.  পল্লীকবি জসীম উদ্দীন - ১ জানুয়ারি ১৯০৩, ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে - ১৩ মার্চ ১৯৭৬।

26.  জহির রায়হান - ১৯ আগস্ট ১৯৩৫, ফেনী জেলার মজুপুর গ্রামে - ৩০ জানুয়ারি ১৯৭২, মিরপুরে গিয়ে নিখোঁজ হন।

27.  জাহানারা ইমাম - ৩ মে ১৯২৯, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুন্দরপুর গ্রামে - ২৬ জুন ১৯৯৪, ক্যান্সারে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুবরণ করেন।

28.  জীবনানন্দ দাশ - ১৭ ফেব্রুয়ারি ১৮৯৯, বরিশালে - ২২ অক্টোবর ১৯৫৪ কলকাতা ট্রাম দুর্ঘটনায় মারা যান।

29.  তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় - ২৩ আগস্ট ১৮৯৮, বীরভূম জেলার লাভপুর গ্রাম - ১৪ সেপ্টেম্বর ১৯৭১ কলকাতায়।

30. দীনবন্ধু মিত্র - ১৮৩০ সালে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার চৌবেড়িয়া গ্রামে - ১ নভেম্বর ১৮৭৩

31.  দ্বিজেন্দ্রলাল রায় - ১৯ জুলাই ১৮৬৩ নদীয়া জেলার কৃষ্ণনগরে - ১৯১৩ সালের ১৩ মে কলকাতায়।

32.  নীলিমা ইব্রাহিম - ১১ অক্টোবর ১৯২১ বাগেরহাট জেলার মূলঘর গ্রামে - ১৮ জুন ২০০২

33.  নুরুল মোমেন - ২৫ নভেম্বর ১৯০৬ ফরিদপুর জেলার বুড়োইচ গ্রাম - ১৬ ফেব্রুয়ারি ১৯৮৯ ঢাকায়।

34.  প্যারীচাঁদ মিত্র - ২২ জুলাই ১৮১৪ কলকাতায় - ২৩ নভেম্বর ১৮৮৩

35.  প্রমথ চৌধুরী - ৭ আগস্ট ১৮৬৮ পিতার কর্মস্থল যশোরে - ২ সেপ্টেম্বর ১৯৪৬ শান্তিনিকেতনে।

36.  ফররুখ আহমদ - ১০ জুলাই ১৯১৮ মাগুরা জেলার মাঝআইল গ্রামে - ১৯ অক্টোবর ১৯৭৪ ঢাকায়

37.  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় - ২৬ জুন ১৮৩৮, চব্বিশ পরগণা জেলার কাঁঠালপাড়া গ্রামে - ৮ এপ্রিল ১৮৯৪, বহুমূত্ররোগে আক্রান্ত হয়ে কলকাতায় মারা যান।

38.  বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় - ১২ সেপ্টেম্বর ১৮৯৪, পশ্চিমবঙ্গের ঘোষপাড়া-মুরারিপুর গ্রাম - ১ সেপ্টেম্বর ১৯৫০ বিহারের ঘাটশীলায়

39.  বিষ্ণু দে - ১৮ জুলাই ১৯০৯ কলকাতার পটলডাঙ্গায় - ৩ ডিসেম্বর ১৯৮২

40. বিহারীলাল চক্রবর্তী - ২৫ মে ১৮৩৫, কলকাতার জোড়াবাগান অঞ্চলের নিমতলায় - ২৪ মে ১৮৯৪ কলকাতা

41.  বেগম রোকেয়া - ৯ ডিসেম্বর ১৮৮০, রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে - ৯ ডিসেম্বর ১৯৩২ কলকাতয়।

42.  মাইকেল মধূসদন দত্ত - ২৫ জানুয়ারি ১৮২৪, যশোরের সাগড়দাঁড়ি গ্রামে - ২৯ জুন ১৮৭৩, কলকাতা আলীপুর হাসপাতালে।

43.  মানিক বন্দ্যোপাধ্যায় - ১৯ মে ১৯০৮, বিহারের সাওতাল পরগনার দুমকা শহরে - ৩ ডিসেম্বর ১৯৫৬, মৃগী রোগে আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন।

44.  মীর মশাররফ হোসেন - ১৩ নভেম্বর ১৮৪৭, কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়ায় - ১৯১১ সালে রাজবাড়ী জেলার বালিয়াকান্দির পদমদীতে।

45.  মুনীর চৌধুরী - ২৭ নভেম্বর ১৯২৫ মানিকগঞ্জ শহরে - ১৪ ডিসেম্বর ১৯৭১, আল বদর কর্তৃক নিখোঁজ হন।

46.  মুহম্মদ আবদুল হাই - ২৬ নভেম্বর ১৯১৯, মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানার মরিচা গ্রামে - ৩ জুন ১৯৬৯, মারিবাগে রেল লাইনে কাটা পরে।

47.  মুহম্মদ এনামুল হক - ২০ সেপ্টেম্বর ১৯০২, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার বখতপুর গ্রামে - ১৬ ফেব্রুয়ারি ১৯৮২ ঢাকার পিজি হাসপাতালে।

48.  মুহম্মদ মনসুর উদ্দীন - ৩১ জানুয়ারি ১৯০৪, পাবনার মুরারীপুর গ্রামে - ১৯ সেপ্টেম্বর ১৯৮৭, ঢাকায়।

49.  ড. মুহম্মদ শহীদুল্লাহ - ১০ জুলাই ১৮৮৫ চব্বিশ পরগণা জেলার পেয়ারা গ্রামে - ১৩ জুলাই ১৯৬৯ ঢাকায়।

50. মাওলানা আকরম খাঁ - ৭ জুন ১৮৬৮, পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার হাকিমপুর গ্রামে - ১৮ আগস্ট ১৯৬৮ ঢাকার বংশালে আহলে হাদীস মসজিদে প্রার্থনারত অবস্থায়।

51.  মোহাম্মদ নজিবর রহমান সাহিত্যরত্ন - ১৮৬০ (আনু.) সালে সিরাজগঞ্জ জেলার চরবেলতৈল গ্রামে - ১৮ অক্টোবর ১৯২৩ হাটিকুমরুলে।

52.  মোহাম্মদ বরকতুল্লাহ - ২ মার্চ ১৮৯৮ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ঘোড়াশাল গ্রাম - ২ নভেম্বর ১৯৭৪ ঢাকায়।

Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages