আন্তজার্তিক বিষয়াবলী



প্রশ্ন: আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তর: আফ্রিকা।

প্রশ্ন: ইউরোপের শ্রেষ্ঠ শিল্প প্রধান দেশ কোনটি?

উত্তর: যুক্তরাজ্য।

প্রশ্ন: বিশ্বের বৃহত্তম সমভূমির নাম কি?

উত্তর: মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।

প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সাগর কোনটি?

উত্তর: ভূমধ্যসাগর।

প্রশ্ন: ইউরোপের ককপিট বা রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?

উত্তর: বেলজিয়ামকে।

প্রশ্ন: ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি?

উত্তর: মাউন্ট ব্ল্যাঙ্ক।

প্রশ্ন: ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথ কোনটি?

উত্তর: ইউরো টানেল।

প্রশ্ন: কোন দেশকে ইউরোপের দ্বার বলা হয়?

উত্তর: ভিয়েনাকে।

প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি

উত্তর: আল্পস পর্বতমালা।

প্রশ্ন: ইউরোপের দীর্ঘতম নদী কোনটি?

উত্তর: ভলগা (৩৫৩১ কি. মি.)।

প্রশ্ন: ইরানের ধর্মীয় নেতার নাম কি?

উত্তর: আয়াতুল্লাহ আলি খামিনি।

প্রশ্ন: ইসরাইলের পার্লামেন্টের নাম কি?

উত্তর: নেসেট

প্রশ্ন: ভূমধ্যসাগরের প্রবেশ দ্বার হলো?

উত্তর: জিব্রাল্টার

প্রশ্ন: কেপভার্দের রাজধানীর নাম কি?

উত্তর: প্রেইরা

প্রশ্ন: যুক্তরাস্ট্র ও মেক্সিকোর মধ্যে সিমান্তরেখা কি?

উত্তর: সনোরা লাইন

প্রশ্ন: বন শহর কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর: রাইন

প্রশ্ন: জাতিসংঘে বাংলাদেশে চাদার হার কত?

উত্তর: ০.০১ শতাংশ

প্রশ্ন: IAEA কত সালে নোবেল পুরস্কার পায়?

উত্তর: ২০০৫ সালে

প্রশ্ন: হেল্লাস কোন দেশের জাতীয় নাম?

উত্তর: গ্রিস

প্রশ্ন: কুরিল দ্বীপের মালিকানা কোন দেশের?

উত্তর: রাশিয়া

প্রশ্ন : আফ্রিকার প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে

উত্তর : বিষুব রেখা।

প্রশ্ন : পৃথিবীর মােট বরফের ৯০ ভাগ যে মহাদেশে সঞ্চিত রয়েছে

উত্তর : এন্টার্কটিকা।

প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দ্বীপ

উত্তর : বাের্নিও।

প্রশ্ন : এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশ পূর্ব তিমুর যে দেশ থেকে স্বাধীনতা লাভ করে

উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : এশিয়ার সর্ব পূর্বের বিন্দু

উত্তর : ডেজনেভ অন্তরীপ, রাশিয়া।

প্রশ্ন : নেপালকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘােষণা করা হয়

উত্তর : ২০০৬ সালে।

প্রশ্ন : মেমােগেট কেলেঙ্কারিতে জড়িত দেশ

উত্তর : পাকিস্তান।

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধমূর্তি ছিল

উত্তর : আফগানিস্তান।

প্রশ্ন : দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশটি স্পেনীয় সাম্রাজ্যভুক্ত ছিল

উত্তর : ফিলিপাইন।

প্রশ্ন : মিয়ানমারের রােহিঙ্গারা নাগরিকত্ব হারায়

উত্তর : ১৯৮২ সালে।

প্রশ্ন : বান্দা আচেহ যে দেশে অবস্থিত

উত্তর : ইন্দোনেশিয়া।

প্রশ্ন : Terracotta Army যে দেশের প্রত্নবস্তু

উত্তর : চীন।

প্রশ্ন : যে সাগর নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দ্বন্ধ রয়েছে

উত্তর : দক্ষিণ চীন সাগর।

প্রশ্ন : ইউরেশিয়ান সিটি বলা হয় যে শহরকে

উত্তর : ইস্তানবুল।

প্রশ্ন : কিরগিজস্তানে অবস্থিত রাশিয়ার বিমান ঘাঁটি

উত্তর : কান্ত বিমান ঘাঁটি।

প্রশ্ন : মার্কিন-তালেবান চুক্তি স্বাক্ষরিত হয়

উত্তর : ২৯ ফেব্রুয়ারি ২০২০।

প্রশ্ন : ব্রিটিশরা হংকং দ্বীপ লাভ করে

উত্তর : নানকিং চুক্তির মাধ্যমে।

প্রশ্ন : জাপান থেকে কোরিয়াকে পৃথক করেছে

উত্তর : কোরিয়া প্রণালি।

প্রশ্ন : ফিলিস্তিনিদের সাহায্য করার জন্য জাতিসংঘের সংস্থা

উত্তর : UNRWA।

প্রশ্ন : ইসরাইলের আইনসভার সদস্য সংখ্যা

উত্তর : ১২০।

প্রশ্ন : আব্রাহাম অ্যাকর্ডস স্বাক্ষরিত হয়

উত্তর : ওয়াশিংটন ডিসি; ১৫ সেপ্টেম্বর ২০২০।

প্রশ্ন : ব্যাবিলনের শূন্যউদ্যান ধ্বংস হয়

উত্তর : পারস্য রাজ্যের সাথে যুদ্ধে; ৫১৪ : খ্রিস্টাব্দে।

প্রশ্ন : উনিখ নিরাপত্তা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়

উত্তর : ১৯৬৩ সালে।

প্রশ্ন : মানবদেহের জন্য একই সাথে উপকারী ও অপকারী

উত্তর : ওজোন গ্যাস।

প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক মাত্রার দূষিত নদী

উত্তর : সিতারাম নদী, ইন্দোনেশিয়া।

প্রশ্ন : UNEP-এর সদর দপ্তর

উত্তর : নাইরােবি, কেনিয়া।

প্রশ্ন : সিয়েরা ক্লাব যে দেশভিত্তিক পরিবেশ বিষয়ক সংস্থা

উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ভার্সাই চুক্তি কার্যকর হয়

উত্তর : ১০ জানুয়ারি ১৯২০।

প্রশ্ন : জাতিসংঘের রেডিও ওয়েভসাইটে খবর প্রচার করা হয়

উত্তর : ৯টি ভাষায়।

প্রশ্ন : জাতিসংঘের যে মহাসচিব বিমান দুর্ঘটনায় মারা যান

উত্তর : দ্যাগ হ্যামারশােল্ড।

প্রশ্ন : UN রেডিও প্রতিষ্ঠিত হয়

উত্তর : ১৯৪৬ সালে।

প্রশ্ন : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা –

উত্তর : পিটার ইজেন।

প্রশ্ন : MERCOSUR যে অঞ্চলের বাণিজ্যিক জোট

উত্তর : দক্ষিণ আমেরিকা।

প্রশ্ন : বিশ্বব্যাংক প্রথম যে দেশকে ঋণ দেয়

উত্তর : ফ্রান্স।

প্রশ্ন : ভৌগােলিক নির্দেশক পণ্য (GI)-এর স্বীকৃতি দেয়

উত্তর : World Intellectual Organization (WIPO)

প্রশ্ন : মিন্দানাউ দ্বীপটি অবস্থিত

উত্তর : ফিলিপাইনে।

প্রশ্ন : SIDA যে দেশভিত্তিক সাহায্য সংস্থা

উত্তর : সুইডেন।

প্রশ্ন : সাত ভাই দ্বীপপুঞ্জ অবস্থিত

উত্তর : বাল এল-মান্দেব প্রণালিতে।

প্রশ্ন : সুকাত্রা দ্বীপপুঞ্জ অবস্থিত

উত্তর : ভারত মহাসাগরে।

প্রশ্ন : হানিস দ্বীপপুঞ্জ নিয়ে বিরােধ আছে

উত্তর : ইয়েমেন ও ইরিত্রিয়ার মধ্যে।

প্রশ্ন : স্ট্যবাক জলপ্রপাত অবস্থিত

উত্তর : সুইজারল্যান্ড।

প্রশ্ন : পৃথিবীর গভীরতম খালের নাম

উত্তর : পানামা খাল।

প্রশ্ন : নিউ সেভেন ওয়ান্ডার্স ফাউন্ডেশন যে দেশভিত্তিক

উত্তর : সুইজারল্যান্ডভিত্তিক।

প্রশ্ন : ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলা

উত্তর : আরতি সেনগুপ্ত।

প্রশ্ন : নােবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়

উত্তর : ১০ ডিসেম্বর।

প্রশ্ন : অ্যাবেল পুরস্কার প্রদান করা হয়

উত্তর : নরওয়ে থেকে।

প্রশ্ন : জাতিসংঘ মানবাধিকার পুরস্কার প্রবর্তন করা হয়

উত্তর : ১৯৬৬ সালে।

প্রশ্ন : বিশ্বের শীর্ষ ঋণদাতা দেশ

উত্তর : জাপান।

প্রশ্ন : অলিম্পিক গেমসে ফুটবল খেলা অন্তর্ভুক্ত হয়

উত্তর : প্যারিস অলিম্পিক ১৯০০।

প্রশ্ন : COVAX কার্যক্রম শুরু করে

উত্তর : ২০২০ সালে।

প্রশ্ন : আর্টসখ প্রজাতন্ত্রের রাজধানী

উত্তর : স্টেপানাকার্ট।

প্রশ্ন : ‘ব্লাকওয়াটার’ হলাে

উত্তর : যুক্তরাষ্ট্রের বেসরকারি নিরাপত্তা সংস্থা।

প্রশ্ন : পৃথিবীর অন্যতম উষ্ণতম স্থান আল আজিজিয়া অবস্থিত

উত্তর : লিবিয়া।

প্রশ্ন : ইরানের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

উত্তর : বুশেহর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট।

প্রশ্ন : নেপােলিয়ন জন্মগ্রহণ করেন

উত্তর : ফ্রান্সের কর্সিকা দ্বীপে।

**জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০তম অধিবেশনের প্রেসিডেন্ট কে?

উত্তর: মর্গেন্স লিক্কেটফট (ডেনমার্ক)

প্রশ্নঃ রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা (OPCW)- এর বর্তমান (২০১৫) সদস্য দেশ কতটি?

উত্তর: ১৯২ টি

প্রশ্নঃ বিশ্বের সর্ববৃহৎ তামাখনি কোনটি এবং কোথায় অবস্থিত?

উত্তর: Escondida, Chile

প্রশ্নঃ টেকসই উন্নয়ন লক্ষ্য কত বছর মেয়াদি?

উত্তর: ১৫ বছর

প্রশ্নঃ ১৯৮৯ থেকে ওজনস্তর বিষয়ক মন্ট্রিল প্রটোকল কতবার সংশোধন করা হয়?

উত্তর: ৪

বিশ্ব প্রানী দিবস হচ্ছে ---

উত্তর: ৪ অক্টোবর

প্রশ্নঃ ১৯৮২ সালের সমূদ্র আইন সংক্রান্ত কনভেনশন অনুযায়ী একটি উপকূলীয় রাষ্ট্রের মহীসোপানের সীমা হবে ভিত্তি রেখা হতে---

উত্তর: ৩৫০ নটিকেল মাইল

প্রশ্নঃ জলবায়ূ পরিবর্তনের হুমকির ব্যাপকতা তুলে ধরার জন্য কোন দেশটি সমুদ্রের গভীরে মন্ত্রিসভার বৈঠক করেছে?

উত্তর: মালদ্বীপ

প্রশ্নঃ বর্তমান বিশ্বে 'নিউ সিল্ক রোড 'এর প্রবক্তা---

উত্তর: চীন

প্রশ্নঃ বর্তমান বিশ্বের কোন দেশটির সংবিধানকে ' শান্তি সংবিধান ' বলা হয় ?

উত্তর: জাপান

ব্রিকসের সর্বশেষ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়--

উত্তর: ব্রাজিল

প্রশ্নঃ পূর্ব সতর্কতা ছাড়াই কোন দুর্যোগ সংঘটিত হয়?

উত্তর: ভূমিকম্প

প্রশ্নঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব-পশ্চিম দ্বন্দের ফলে সৃষ্ট পূর্বের অর্থনৈতিক জোটটির নাম ছিল--

উত্তর: কমেকন

প্রশ্নঃ 'আবু গারিব' কারাগার কোথায়?

উত্তর: ইরাক

প্রশ্নঃ কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?

উত্তর: ১৯৬৮ সালে

প্রশ্নঃ সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?

উত্তর: হেলভেটিয়া

প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?

উত্তর: জর্জ ওয়াশিংটন

প্রশ্নঃ তাজিকিস্তান এর রাজধানীর নাম কি?

উত্তর: দুশানবে

প্রশ্নঃ কোন সালে বিখ্যাত কৃষ্ণাঙ্গ নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আততায়ীর গুলিতে প্রাণ হারান?

উত্তর: ১৯৬৮ সালে

প্রশ্নঃ সুইজারল্যান্ডের প্রাচীন নাম কী?

উত্তর: হেলভেটিয়া

প্রশ্নঃ কোন মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে বসবাস করেন নি?

উত্তর: জর্জ ওয়াশিংটন

প্রশ্নঃ মংড়ু কোন দুটি দেশের সীমান্ত এলাকা?

উত্তর: বাংলাদেশ - মায়ানমার

প্রশ্নঃ 'WIPO' এর সদর দপ্তর---

উত্তর: জেনেভা

প্রশ্নঃ 'উইঘুর' হলো --

উত্তর: চীনের একটি সম্প্রদায়ের নাম

প্রশ্নঃ পৃথিবীর দীর্ঘতম টানেল কোথায়?

উত্তর: জাপানে

প্রশ্নঃ কোন ঘটনাটি আগে ঘটেছিল?

উত্তর: রাশিয়ার বলশেভিক বিপ্লব

প্রশ্নঃ 'ফেয়ারফ্যাক্স মিডিয়া' কোন দেশ ভিত্তিক?

উত্তর: অস্ট্রেলিয়া

প্রশ্নঃ French Revolution-এর slogan কি ছিল?

উত্তর: Liberty, Equality and Fraternity

প্রশ্নঃ সিয়েরালিওনের রাজধানী কোনটি?

উত্তর: ফ্রিটাউন

প্রশ্নঃ CIS বা কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডেন্ট স্টেটস-এর সদস্য সংখ্যা

উত্তর: ১০

প্রশ্নঃ রাশিয়ায় জারতন্ত্রের অবসান ঘটে কবে?

উত্তর: ১৯১৭ খ্রিষ্টাব্দে

প্রশ্নঃ ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?

উত্তর: ১৯৬৬

প্রশ্নঃ ডাকার কোন দেশের রাজধানী?

উত্তর: সেনেগাল

প্রশ্নঃ কোন দেশটির পুরাতন নাম আবিসিনিয়া?

উত্তর: ইথিওপিয়া

প্রশ্নঃ তিয়েন আনমেন স্কোয়ার কোথায় অবস্থিত?

উত্তর: বেইজিং

প্রশ্নঃ ৮ নভেম্বর ২০১৭ কোথায় 'ল্যুভর জাদুঘর' -এর শাখা উদ্বোধন করা হয়?

উত্তর: আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত

প্রশ্নঃ ‘পঞ্চম ড্রাগনের’ (Fifth Dragon) দেশ বলা হয় কোন দেশকে?

উত্তর: তাইওয়ান

প্রশ্নঃ ‘চীনের প্রাচীর’ চীন দেশের কোন সীমান্তে অবস্থিত?

উত্তর: উত্তর

প্রশ্নঃ যুক্তরাষ্ট্রে কৃতদাস প্রথা বিলুপ্ত হয়--

উত্তর: ১৮৬৩ সালে

প্রশ্নঃ স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?

উত্তর: নিউইয়র্ক

প্রশ্নঃ কোন দেশের সংবিধানে বর্ণিত নাগরিক অধিকারসমূহ Bill of Rights নামে পরিচিত?

উত্তর: যুক্তরাষ্ট্র

প্রশ্নঃ 'ইকোলজি হাউস' কি?

উত্তর: বিল গেটসের বাড়ির নাম

প্রশ্নঃ 'ইন্ডিয়া হাউস' কোথায় অবস্থিত?

উত্তর: লন্ডন

প্রশ্নঃ EIU-এর তথ্যমতে, ২০১৫ সালে বিশ্বের ব্যয়বহুল শহর কোনটি?

উত্তর: সিঙ্গাপুর সিটি, সিঙ্গাপুর

প্রশ্নঃ কোন দেশকে হাজার হ্রদের দেশ বলা হয়?

উত্তর: ফিনল্যান্ড

প্রশ্নঃ পৃথিবীর নিমজ্জমান নগরী কোনটি?

উত্তর: হেগ

প্রশ্নঃ জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?

উত্তর: প্রথম জর্জ

প্রশ্নঃ সিলিকন ভ্যালি কোন দেশে অবস্থিত?

উত্তর: যুক্তরাষ্ট্র

প্রশ্নঃ কোন দেশ ও তার রাজধানীর নাম একই?

উত্তর: সিঙ্গাপুর

প্রশ্নঃ ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারী বাসভবনের নাম কি?

উত্তর: এলিসি প্রাসাদ

 


Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages