গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন কে?-যশোর সাহিত্য সংঘ
চিত্তরঞ্জন দাশকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?-বাংলার জনসাধারণ
বসন্তরঞ্জন দাশকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?-বিদ্বদ্বল্লভ
রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান?-১৮৩০ সালে
দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কী?-বাহরাম খান
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন?-ব্রজবিলাস
প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন?-সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার কারনে
কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাচার নকশা কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?-হুতোম প্যাঁচা
বাংলার স্কট বলা হয় কাকে?-বঙ্কিমচন্দ্রকে
দীনেশচন্দ্র সেনকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেন কে?-ভারত সরকার
দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন কে?-ব্রাহ্ম সমাজ
শান্তিপুরের কবি বলা হয় কাকে?-মোজাম্মেল হককে
ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে নাইট উপাধি পান?-১৯১৫ সালের ৩ জুন
আবদুল করিম সাহিত্যিবিশারদকে সাহিত্যবিশারদ উপাধি প্রদান করেন কবে?-চট্টল ধর্মমন্ডলী
কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডিলিট উপাধি প্রদান করে?-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
মীর মোশাররেফ হোসেনের ছদ্মনাম কী-গাজী মিয়া
রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?-ভানুসিংহ
প্যারীচাদ মিত্রের ছদ্মনাম কী?-টেকচাঁদ ঠাকুর।
রামানারায়ণ এর উপাধি কী?-তর্করত্ন
প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?-বীরবল
মালাধর বসু – গুণরাজ খান
বাহরাম খান – দৌলত উজীর
মুকুন্দরাম – কবিকলঙ্কণ
ভারতচন্দ্র – রায়গুণাকর
ঈশ্বরচন্দ্র গুপ্ত – যুগসন্ধিক্ষণের কবি
হেমচন্দ্র বন্দোপাধ্যায় – বাংলার মিল্টন –
মধুসুদন দত্ত – মাইকেল
মীর মোশাররফ হোসেন - ----- - গাজী মিয়া
বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি
আব্দুল করিম – সাহিত্যবিশারদ –
রবীন্দ্রনাথ ঠাকুর – বিশ্বকবি – ভানুসিংহ
সত্যেন্দনাথ দত্ত – ছন্দের জাদুকর –
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – সাহিত্যসম্রাট
কাজী নজরুল ইসলাম – বিদ্রোহী কবি
ঈশ্বরচন্দ্র -বিদ্যাসাগর – গদ্যের জনক
কালিকানন্দ - ---- - অবধূত
গোবিন্দ দাস – স্বভাব কবি –
সমর সেন – নাগরিক কবি
গোলাম মোস্তফা – কাব্য সুধাকর
জসীমউদ্দীন – পল্লীকবি
জীবননান্দ দাশ – রূপসী বাংলার কবি –
ফররুখ আহমদ – মুসলিম রেনেসার কবি –
বিমল ঘোষ - --- - মৌমাছি
মুকুন্দ দাস – চারণ কবি –
রাজশেখর বসু - ---- - পরশুরাম
সমরেশ বসু - ---- - কালকুট
আব্দুল কাদির – ছান্দসিক কবি
সুকান্ত ভট্টাচার্য – কিশোর কবি
বিষ্ণু দে – মার্কসবাদী কবি
সুধীন্দ্রনাথ দত্ত – ক্ল্যাসিক কবি
বেগম রোকেয়া – মুসলিম নারী জাগরনের অগ্রদূত
বিদ্যাপতি – মিথিলার
নজিবর রহমান – সাহিত্যরত্ন
আলাওল – কবিগুরু, মহাকবি –
রামনারায়ণ – তর্করত্ন –








No comments:
Post a Comment