বাংলা সাহিত্যিকদের ছদ্মনাম, উপাধি

 

  1. গোলাম মোস্তফাকে কাব্য সুধাকর উপাধি দেন কে?-যশোর সাহিত্য সংঘ

  2. চিত্তরঞ্জন দাশকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?-বাংলার জনসাধারণ

  3. বসন্তরঞ্জন দাশকে দেশবন্ধু উপাধিতে ভূষিত করেন কে?-বিদ্বদ্বল্লভ

  4. রামমোহন রায় কত সালে রাজা উপাধি পান?-১৮৩০ সালে

  5. দৌলত উজির বাহরাম খানের প্রকৃত নাম কী?-বাহরাম খান

  6. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার কোন গ্রন্থটি ছদ্মনামে লেখেন?-ব্রজবিলাস

  7. প্যারীচাঁদ মিত্র সাহিত্যে তার ছদ্মনাম ব্যবহার করতেন কেন?-সমাজ রীতিনীতিকে ব্যঙ্গ করার কারনে

  8. কালীপ্রসন্ন সিংহের হুতোম প্যাচার নকশা কোন ছদ্মনামে প্রকাশিত হয়েছিল?-হুতোম প্যাঁচা

  9. বাংলার স্কট বলা হয় কাকে?-বঙ্কিমচন্দ্রকে

  10. দীনেশচন্দ্র সেনকে রায়বাহাদুর উপাধিতে ভূষিত করেন কে?-ভারত সরকার

  11. দেবেন্দ্রনাথ ঠাকুরকে মহর্ষি উপাধি দেন কে?-ব্রাহ্ম সমাজ

  12. শান্তিপুরের কবি বলা হয় কাকে?-মোজাম্মেল হককে

  13. ব্রিটিশ সরকার কর্তৃক রবীন্দ্রনাথ কবে নাইট উপাধি পান?-১৯১৫ সালের ৩ জুন

  14. আবদুল করিম সাহিত্যিবিশারদকে সাহিত্যবিশারদ উপাধি প্রদান করেন কবে?-চট্টল ধর্মমন্ডলী

  15. কোন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রবীন্দ্রনাথ ঠাকুরকে শান্তি নিকেতনে গিয়ে ডিলিট উপাধি প্রদান করে?-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

  16. মীর মোশাররেফ হোসেনের ছদ্মনাম কী-গাজী মিয়া

  17. রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম কী?-ভানুসিংহ

  18. প্যারীচাদ মিত্রের ছদ্মনাম কী?-টেকচাঁদ ঠাকুর।

  19. রামানারায়ণ এর উপাধি কী?-তর্করত্ন

  20. প্রমথ চৌধুরীর সাহিত্যিক ছদ্মনাম কী?-বীরবল

  21. মালাধর বসু – গুণরাজ খান

  22. বাহরাম খান – দৌলত উজীর

  23. মুকুন্দরাম – কবিকলঙ্কণ

  24. ভারতচন্দ্র – রায়গুণাকর

  25. ঈশ্বরচন্দ্র গুপ্ত – যুগসন্ধিক্ষণের কবি

  26. হেমচন্দ্র বন্দোপাধ্যায় – বাংলার মিল্টন –

  27. মধুসুদন দত্ত – মাইকেল

  28. মীর মোশাররফ হোসেন - ----- - গাজী মিয়া

  29. বিহারীলাল চক্রবর্তী – ভোরের পাখি

  30. আব্দুল করিম – সাহিত্যবিশারদ –

  31. রবীন্দ্রনাথ ঠাকুর – বিশ্বকবি – ভানুসিংহ

  32. সত্যেন্দনাথ দত্ত – ছন্দের জাদুকর –

  33. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় – সাহিত্যসম্রাট

  34. কাজী নজরুল ইসলাম – বিদ্রোহী কবি

  35. ঈশ্বরচন্দ্র -বিদ্যাসাগর – গদ্যের জনক

  36. কালিকানন্দ - ---- - অবধূত

  37. গোবিন্দ দাস – স্বভাব কবি –

  38. সমর সেন – নাগরিক কবি

  39. গোলাম মোস্তফা – কাব্য সুধাকর

  40. জসীমউদ্দীন – পল্লীকবি

  41. জীবননান্দ দাশ – রূপসী বাংলার কবি –

  42. ফররুখ আহমদ – মুসলিম রেনেসার কবি –

  43. বিমল ঘোষ - --- - মৌমাছি

  44. মুকুন্দ দাস – চারণ কবি –

  45. রাজশেখর বসু - ---- - পরশুরাম

  46. সমরেশ বসু - ---- - কালকুট

  47. আব্দুল কাদির – ছান্দসিক কবি

  48. সুকান্ত ভট্টাচার্য – কিশোর কবি

  49. বিষ্ণু দে – মার্কসবাদী কবি

  50. সুধীন্দ্রনাথ দত্ত – ক্ল্যাসিক কবি

  51. বেগম রোকেয়া – মুসলিম নারী জাগরনের অগ্রদূত

  52. বিদ্যাপতি – মিথিলার

  53. নজিবর রহমান – সাহিত্যরত্ন

  54. আলাওল – কবিগুরু, মহাকবি –

  55. রামনারায়ণ – তর্করত্ন –


Share:

No comments:

Post a Comment

slidebar

Total Pageviews

Abdullah Mondal

Powered by Blogger.

Blog Archive

Recent Posts

বাস্তবতা

জীবনের বাস্তবতা বড়ই নিষ্ঠুর। এটাই জীবন। জীবনের বাস্তবতার বড় বৈশিষ্ট্য হচ্ছে, যতই নিষ্ঠুর হউক বা যতই কষ্ট হউক তা সয়ে নিতে হয়, মেনে নিতে হয় জীবনের প্রয়োজনেই। জীবনে কষ্ট আসলে মানসিক ভাকে যতটুকু ভেঙ্গে পড়বে জীবন তার দ্বিগুন পিছিয়ে যাবে। জীবনের সকল দূঃখ কষ্ট ও বাস্তবতাকে জীবনের অংশ হিসাবে মেনে নিয়ে স্বাভাবিক ভাবে গ্রহন করার নামই হচ্ছে সুখ।

Pages