♦বাংলাদেশে ইন্টারনেট কত সালে চালু হয়েছে?
উত্তর: ১৯৯৩ সালে
♦নিউটন কত সালে মারা যায়?
উত্তর: ১৭২৭ সালে
♦ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯২১ সালে
♦কম্পিউটার আবিষ্কার হয় কত সালে?
উত্তর: ১৯৪২ সালে
♦বাংলাদেশ কত সালে স্বাধীন হয়?
উত্তর: ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর
♦আয়তনে বিশ্বের দ্বিতীয় মহাদেশ কোনটি?
উত্তর: আফ্রিকা মহাদেশ
♦সবচেয়ে ছোট মহাদেশ কোনটি?
উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ
♦কোন মহাদেশে লোক বসতি নেই?
উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ
♦টেলিফোন কে আবিষ্কার করেন?
উত্তর: আলেকজান্ডার গ্রাহাম বেল
♦পৃথিবীর শীতলতম মহাদেশ কোনটি?
উত্তর: অ্যান্টার্কটিকা মহাদেশ
♦কাজী নজরুলের জন্ম কত সালে?
উত্তর: ১৮৯৯ সালের ২৫ শে মে
♦কত সালে ফেসবুক আবিষ্কার হয়?
উত্তর: ২০০৪ সালে
♦রেডিও কে আবিষ্কার করেন?
উত্তর: মার্কনী
♦চর্যাপদ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯০৭ সালে
♦তাজমহল কত সালে নির্মিত হয়?
উত্তর: ১৬৫৩ সালে
♦তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের আগ্রায়
♦সূর্যোদয়ের দেশ কোনটি?
উত্তর : জাপান
♦মসজিদের শহর কোনটি?
উত্তর: ঢাকা
♦কোন মুসলিম পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
উত্তর: আব্দুস সালাম
♦নিষিদ্ধ শহর কোনটি?
উত্তর: লাসা
♦চীনের দুঃখ কি?
উত্তর: হোয়াংহো নদী
♦সার্কের প্রথম উদ্যোগতা কে?
উত্তর: জিয়াউর রহমান
♦পৃথিবীর সবচেয়ে বড় খাল কি?
উত্তর: সুয়েজ খাল
♦সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তর: নেপালের কাঠমান্ডুতে
♦আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কে?
উত্তর: জাবির ইবনে হাইয়ান
♦OIC এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেদ্দা, সৌদিআরব
♦ কে সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন?
উত্তর: কোপারনিকাস
♦ কে সর্বপ্রথম এভারেস্ট জয় করে?
উত্তর: তেনজিং এবং হিলারি
♦ সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিলো?
উত্তর: সোনারগাঁ
♦ বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: নবাব সিরাজ-উ-দ্দৌলা
♦ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তর: এ.এস.সায়েম
♦ বাংলাদেশের কোন জেলাকে শষ্যভান্ডার বলা হয়?
উত্তর: বরিশাল জেলা
♦ইসলামী রেনেসাঁর কবি কে?
উত্তর: ফররুখ আহমদ
♦'বিশ্বনবী' গ্রন্থের লেখক কে?
উত্তর: গোলাম মোস্তোফা
♦"টাইমস" পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর: লন্ডন (ব্রিটেন)
♦বাসস কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: বাংলাদেশ
♦স্কাউট এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লর্ড ব্যাডন পাওয়েল
♦স্কাউট এর মহাসম্মেলন এর নাম কি?
উত্তর: জাম্বুরী
♦তিতুমীর এর আসল নাম কি?
উত্তর: সৈয়দ মীর নিসার আলী
♦ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ কতটি ভাষায় সুপন্ডিত ছিলেন?
উত্তর: ১৮ টি
♦মহাকবি শেখ সাদী কোন দেশের কবি?
উত্তর: ইরানের
♦কোন প্রানী প্রথম মহাশূন্য ভ্রমন করেন?
উত্তর: লাইকা নামক কুকুর
♦হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৬ সালে
♦ ও.আই.সি কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৬৯ সালে
♦ ভারত কে আবিষ্কার করেন?
উত্তর: ভাস্কো-ডা-গামা।
প্রশ্ন : আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংক
(এনডিবি) বাংলাদেশ কত শতাংশ শেয়ার চায়?
উত্তর :১ শতাংশ।
প্রশ্ন : খাদ্য নিরাপত্তা ও নীতি গবেষণায় দক্ষিণ এশিয়ায় শীর্ষে
এবং বিশ্বে ১৬তম অবস্থানে রয়েছে কোনটি?
উত্তর : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।
প্রশ্ন : বাংলাদেশ- ভারতের মধ্যে সেতুবন্ধনকারী মুজিব নগরের
স্বাধীনতা সড়কের দৈর্ঘ্য কত?
উত্তর : প্রায় ২ কিলােমিটার।
প্রশ্ন : রােহিঙ্গাদের জন্য ‘ভাসানচর
প্রকল্প পরিচিত কী নামে?
উত্তর : ‘আশ্রায়ন
প্রকল্প-৩ নামে।
প্রশ্ন : বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় মােট
কর্মসূচি রয়েছে কতটি?
উত্তর :১৪৩টি।
প্রশ্ন : প্রথমবারের মতাে সফলভাবে দেশে উৎপাদন হয়েছে
উত্তর : হােয়াইট টি। অপর নাম (সিলভার নিডল ২ হােয়াইট টি)।
প্রশ্ন : ‘হােয়াইট টি’ এর উদ্ভাবক
কে?
উত্তর :নাসির উদ্দিন খান।
প্রশ্ন : বর্তমানে মােবাইল ইন্টারনেটের গতিতে বাংলাদেশের অবস্থান
কততম?
উত্তর :১৩৫ তম।
প্রশ্ন : নারী উন্নয়নে অবদান রাখায় ‘ডব্লিউআইসিসি আই- অ্যাওয়ার্ড ২০২১’ পেয়েছেন
কে?
উত্তর : ড. শিরীন শারমিন চৌধুরী।
প্রশ্ন : করােনা টিকা ‘বঙ্গভ্যাক্স
এর আবিষ্কারক কে?
উত্তর :কাকন নাগ ও নাজনীন সুলতানা।
প্রশ্ন : সরকার বীজ সংরক্ষণে কোন দেশের সঙ্গে কাজ করেছে?
উত্তর :নরওয়ে।
প্রশ্ন : সরকার আনুষ্ঠানিকভাবে কতটি খাতকে ‘শিশুশ্রমমুক্ত’ ঘােষণা
করেছে?
উত্তর : ৬টি। (ট্যানারি, সিরামিক,
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, রপ্তানিমুখী
চামড়াজাত শিল্প, পাদুকা ও রেশম)।
প্রশ্ন : সেনাবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : জেনারেল আব্দুল আজিজ।
প্রশ্ন : বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত।
প্রশ্ন : নৌবাহিনীর বর্তমান প্রধানের নাম কী?
উত্তর : অ্যাডমিরাল এম শাহীন ইকবাল।
প্রশ্ন : দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কত সালে?
উত্তর :২০২৩ সালে।
প্রশ্ন : ঢাকা-কক্সবাজার রেল যােগাযােগ শুরু হবে কবে?
উত্তর : ২০২২ সালে।
প্রশ্ন : বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) উদ্ভাবিত জিংক
সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কী?
উত্তর : ব্রি-১০০। (প্রতি কেজিতে ২৫.৭০ মিলিগ্রাম জিংক)।
প্রশ্ন : “Opportunity Hub এর ২০২০ সালে বিশ্বের ১০০
প্রভাবশালী তরুণদের তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশের
উত্তর : পাভেল সারওয়ার।
প্রশ্ন : অসমাপ্ত আত্নজীবনী গ্রন্থকে ভিত্তি করে নির্মিতব্য
চলচ্চিত্রের নাম কী?
উত্তর : চিরঞ্জীব মুজিব।
প্রশ্ন : দেশের ইতিহাসে প্রথম নারী Controller
General Defence Finance (CGDF) হয়েছেন কে?
উত্তর : মনােয়ারা হাবীব।
প্রশ্ন : স্বাধীনতার সংগ্রাম ভাস্কর্য কোথায় অবস্থিত?
উত্তর : মনােহরদী, নরসিংদী।
প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি মুরাল ‘হিমালয়’ কোথায় অবস্থিত?
উত্তর : লৌহজং, মুন্সীগঞ্জ।
প্রশ্ন : বর্তমানে ডিএমপির থানার সংখ্যা কতটি?
উত্তর :৫০টি।
প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের (বাংলাদেশ) চেয়ারম্যান কে?
উত্তর : বিচারপতি মােঃ শাহিনুর ইসলাম।
প্রশ্ন : বর্তমানে দেশে ইউনিয়ন পরিষদের সংখ্যা কতটি?
উত্তর : ৪৮৮৩টি।
প্রশ্ন : বাংলাদেশের রপ্তানি পণ্যের তৃতীয় বৃহত্তম বাজার কোনটি?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : বাংলাদেশে বিদেশী বিনিয়ােগ ২য় অবস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর : যুক্তরাজ্য।
প্রশ্ন : বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে কত সাল পর্যন্ত জিএসপি সুবিধা
পাবে?
উত্তর : ২০২৭।
প্রশ্ন : ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্তির জন্য
বাংলাদেশ সম্প্রতি কতটি প্রত্নস্থান নির্বাচন করেছে ।
উত্তর : ২১৫।
প্রশ্ন : RSF এর প্রতিবেদন ২০২০ অনুযায়ী, মুক্ত গণ মাধ্যমে সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১৫১তম।
প্রশ্ন : বাংলাদেশে করােনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়
উত্তর : ২৭ জানুয়ারি, ২০২১ (প্রথম
টিকা নেন- নার্স রুনু বেরােনিকা কস্তা)।
প্রশ্ন : দেশে প্রথমবারের মতাে পূর্ণাঙ্গ ক্রিকেট কমপ্লেক্স তৈরি
হচ্ছে কোথায়?
উত্তর : সিলেট।
প্রশ্ন : দেশের বৃহত্তম কনটেইনার ডিপাে নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : ধীরাশ্রম, গাজীপুর।
প্রশ্ন : সাউথ এশিয়ান ইকোনমিক নেটওয়ার্ক ফোরামের (সানেম) তথ্যমতে, দেশে বর্তমানে দারিদ্র্যের হার কত?
উত্তর :৪২%।
প্রশ্ন : অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : শেখ মােহাম্মদ মােরসেদ ও মেহেদী হাসান চৌধুরী।
প্রশ্ন : অ্যান্টিবায়ােটিকের যথেচ্ছ ব্যবহার রােধে প্রধানমন্ত্রী
কয়টি প্রস্তাব দিয়েছে?
উত্তর : ৬টি।
প্রশ্ন : দক্ষিণ এশিয়ার ৩য় দেশ হিসেবে করােনার টিকাদান এ কর্মসূচি
চালু করে কোন দেশ?
উত্তর :বাংলাদেশ।
প্রশ্ন : দেশে প্রথম করােনা ভাইরাসের টিকা গ্রহণ করেন কে?
উত্তর : রুনু ভেরােনিকা কস্তা (কুর্মিটোলা জেনারেল হাসপাতালের
সিনিয়র স্টাফ নার্স)।
প্রশ্ন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়ায় শীতলক্ষ্যা
নদীর তীরে গড়ে তােলা নতুন গ্রামের নাম কী?
উত্তর : মুজিববর্ষ ভিলেজ।
প্রশ্ন : প্রথমবারের মতাে দেশের নারী উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়
কোথায়?
উত্তর : সিলেট।
প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশ চৌকস দল কোন
গানটি বাজিয়েছে?
উত্তর : ‘শােননা একটি
মুজিবের থেকে লক্ষ মুজিবের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি।
প্রশ্ন : কোন নেটওয়ার্কের মাধ্যমে এখন বিদেশ থেকে দেশে টাকা আনা
যাবে?
উত্তর : হােমসেন্ড নেটওয়ার্ক।
প্রশ্ন : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র কে?
উত্তর : রেজাউল করিম চৌধুরী।
প্রশ্ন : বাংলাদেশ- মিয়ানমার-চীন বৈঠক রােডম্যাপ এ বাস্তবায়নে কতটি
সিদ্ধান্ত হয়েছে? বUD
উত্তর : ৬টি।
প্রশ্ন : পায়রা সেতু নির্মাণ হচ্ছে কোথায়?
উত্তর : লেবুখালী, পটুয়াখালী।
প্রশ্ন : পায়রা সেতুর দৈর্ঘ্য কত?
উত্তর :১৪৭০ মিটার (প্রস্থ ১৯.৭৬ মিটার।)
প্রশ্ন : বর্তমানে কতটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তর : ২৪টি।
প্রশ্ন : সবচেয়ে বেশি লবণাক্ত পানির নদী কোনটি?
উত্তর :শিবসা (খুলনা)।
প্রশ্ন : চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৩য়।
প্রশ্ন : ছাগল উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৪র্থ।
প্রশ্ন : বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : অষ্টম।
প্রশ্ন : আলু ও আম উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ও কততম? RUP
উত্তর : সপ্তম।
প্রশ্ন : চাষের মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৫ম।
প্রশ্ন : দেশের ৬৫১ তম থানা কোনটি?
উত্তর :ভাসানচর, নােয়াখালী।
প্রশ্ন : অর্থনৈতিক সমীক্ষা ২০২০ অনুযায়ী, দেশে বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ
কত?
উত্তর : ৫১০ কিলােওয়াট ঘণ্টা।
প্রশ্ন : করােনা ভাইরাস মহামারী পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেট দল
কোন দলের সাথে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে?
উত্তর : উইন্ডিজ এর সাথে (ওয়ানডে-তে ৩ ম্যাচ সিরিজে উইন্ডিজকে
হােয়াইটওয়াশ করে বাংলাদেশ)।
প্রশ্ন : দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল কোথায় স্থাপিত হবে?
উত্তর : কক্সবাজারে (নাম- SEA-ME-WE-6)।
প্রশ্ন : সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্ট্রিট এর উদ্বোধন
হয়েছে কোন দেশে?
উত্তর : মরিশাস (রাজধানী- পাের্ট লুইসে)।
প্রশ্ন : নতুন করে বীর মুক্তিযােদ্ধার স্বীকৃতি পেয়েছেন কতজন?
উত্তর : ৬১ বীরাঙ্গনা নারী।
প্রশ্ন : সাইবার নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৬৫তম।
প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সার্ভারে অস্তিত্ব পাওয়া
ক্ষতিকর প্রােগ্রামের নাম কী?
উত্তর : স্পাইওয়্যার।
প্রশ্ন : বাংলাদেশে সঞ্চয়পত্রের মেয়াদ কত বছর?
উত্তর :৫ বছর।
প্রশ্ন : পেয়াজ উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর : পাবনা।
প্রশ্ন : ইক্ষু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :নাটোর।
প্রশ্ন : আলু উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
উত্তর :বগুড়া।
প্রশ্ন : বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে আসবে কত সালে?
উত্তর : ২০২৬ সালে।
প্রশ্ন : বাংলাদেশ এলসিডিতে তালিকাভুক্ত হয় কত সালে?
উত্তর : ১৯৭৫ সালে।
প্রশ্ন : বর্তমানে বাংলাদেশসহ এলডিসি থেকে উত্তরণের পথে ই রয়েছে
কতটি দেশ?
উত্তর : ৪টি দেশ।
প্রশ্ন : বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ আছে কতটি?
উত্তর : ২টি।
প্রশ্ন : ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক রয়েছে কতটি?
উত্তর : ৩টি।
প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় আশ্রয় শিবির কোথায় অবস্থিত?
উত্তর : কুতুপালং, কক্সবাজার।
প্রশ্ন : সুন্দরবনে অভয়ারণ্যের সংখ্যা কতটি?
উত্তর : ৩টি।
প্রশ্ন : সুন্দরবনে ডলফিন অভয়ারণ্য কতটি?
উত্তর :৩টি।
প্রশ্ন : সুন্দরবন বাংলাদেশের সমগ্র বনভূমির কত শতাংশ?
উত্তর : ৪৪ শতাংশ।
প্রশ্ন : ইউনেস্কোর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশের অধরা সংস্কৃতি
কতটি?
উত্তর : ৪টি। যথা- মঙ্গল শােভাযাত্রা, বাউলগান, জামদানি, শীতলপাটি।
প্রশ্ন : কারােনার টিকার সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সরকারের তৈরি
অ্যাপের নাম কী?
উত্তর :সুরক্ষা।
প্রশ্ন : পােশাক রপ্তানিতে ইউরােপে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার
কোনটি?
উত্তর : জার্মানি।
প্রশ্ন : মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’ বইটির রচয়িতা কে?
উত্তর : সাংবাদিক মিজানুর রহমান খান।
প্রশ্ন : মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের পরামর্শক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : নিপ্পন সিনাে কোম্পানি লিমিটেড, জাপান।
প্রশ্ন : শিশুশ্রম নিরসনে আন্তর্জাতিক বর্ষ পালিত হবে কত সালে?
উত্তর : ২০২১ সালে।
প্রশ্ন : ইউজিসি’র নতুন
প্রফেসর হিসেবে নিয়ােগ পেয়েছেন কে?
উত্তর : ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাসিনা খান।
প্রশ্ন : বিবিসি’র শীর্ষ ১০০
নারীর তালিকায় থাকা বাংলাদেশের দুই নারী
উত্তর : রিনা আক্তার ও রিমা সুলতানা রিমু।
প্রশ্ন : ২০২০ সালে সবার আগে বাংলা চ্যানেল পাড়ি দিয়েছে।
উত্তর : রাব্বি রহমান (সর্বকনিষ্ঠ)।
প্রশ্ন : সবচেয়ে বেশি বার বাংলা চ্যানেল পাড়ি দিয়েছেন কে?
উত্তর : লিপটন সরকার (১৬ বার)।
প্রশ্ন : সৌদি প্রবাসী বাংলাদেশিদের স্বাস্থ্যসেবা দিতে চালু করা হয়
উত্তর : প্রবাস বন্ধু কল সেন্টার।
প্রশ্ন : ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সশস্ত্র
বাহিনীর কতজন সেনানি অংশগ্রহণ করে?
উত্তর :১২২ সেনানি।
প্রশ্ন : Cricinfo’র দশক সেরা ওয়ানডে একাদশে স্থান পাওয়া
একমাত্র বাংলাদেশি
উত্তর :সাকিব আল হাসান।
প্রশ্ন : আর্চার রােমান সানাকে বাংলাদেশ আনসার ও গ্রাম উন্নয়ন
বাহিনীর কোন পদে পদোন্নতি দেয়া হয়?
উত্তর : ল্যান্স নায়েক।
প্রশ্ন : ২০২১ সালের ২১ জুন ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায়
অনুষ্ঠিত হবে?
উত্তর : কিগালি, রুয়ান্ডা।
প্রশ্ন : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
এভিয়েশন অ্যান্ড অ্যারােস্পেস বিশ্ববিদ্যালয় কোথায় প্রতিষ্ঠার ঘােষণা দিয়েছেন?
উত্তর : লালমনিরহাটে।
প্রশ্ন : বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপক্ষীয় শিপিং চুক্তিপত্র
স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৬ সালে।
প্রশ্ন : বাংলাদেশের নতুন দুই পুলিশ থানা-
উত্তর : ভাসানচর থানা (নােয়াখালী), ঈদগাঁও থানা
(কক্সবাজার)।
প্রশ্ন : পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিপত্র কার্যকর হয় কবে?
উত্তর : ২২ জানুয়ারি, ২০২১।
প্রশ্ন : বর্তমানে দেশে বীমা প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তর : ৭৮ টি।
প্রশ্ন : দেশে চীন ও ভারতের টিকা পরীক্ষামূলক প্রয়ােগের উদ্যোগ
নিয়েছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : আইসিডিডিআর, বি।
প্রশ্ন : ব্লক চেইন প্রযুক্তির মাধ্যমে প্রথম বাংলাদেশী ব্যাংক
হিসেবে আন্তর্জাতিক ঋণপত্রে ইসলামী শরিয়াহ ভিত্তিক কার্যক্রম চালু করে কোন ব্যাংক?
উত্তর : সিটি ব্যাংক।
প্রশ্ন : মানবদেহের জন্য বাতাসের সবচেয়ে ক্ষতিকর উপাদান কোনটি?
উত্তর : পিএম ২.৫।
প্রশ্ন : বায়ুদূষণে বাংলাদেশে প্রতিবছর গর্ভপাত হয় কত?
উত্তর : ৩ হাজার নারীর।
প্রশ্ন : দেশে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর : ৪টি (ঢাকা, চট্টগ্রাম,
রাজশাহী, জাহাঙ্গীরনগর)।
প্রশ্ন : নৈসর্গিক সৌন্দর্যের আধার ‘ছৈলার চর’ কোথায় অবস্থিত?
উত্তর :ঝালকাঠি।
প্রশ্ন : উপকূলীয় ও বন্যাকবলিত এলাকায় মুজিব শতবর্ষের উপহার হিসেবে
কতটি ভবন নির্মাণ করা হচ্ছে?
উত্তর : ৫৫০ টি ভবন (মুজিব কিল্লা)।
প্রশ্ন : আইইডিসিআর এর বর্তমান পরিচালক কে?
উত্তর : তাহমিনা শিরীন।
প্রশ্ন : দেশে বর্তমানে ইসলামী ধারার ব্যাংক কতটি?
উত্তর : ১০টি।
প্রশ্ন : ২০২০ সালে (জানুয়ারি-ডিসেম্বর) দেশে আসা সরাসরি বিদেশী
বিনিয়ােগ (এফডিআই) এর পরিমাণ কত?
উত্তর :১৫০ কোটি ডলার।
প্রশ্ন : জাতীয় প্রেস ক্লাবের প্রথম নারী সভাপতি কে?
উত্তর : ফরিদা ইয়াসমিন।
প্রশ্ন : মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি কতটি?
উত্তর :৩৯টি (মােট সংসদীয় কমিটি ৫০টি)।
প্রশ্ন : বিশ্বব্যাংকের হিসাবে, বর্তমানে
ঢাকার জনসংখ্যা কত?
উত্তর :১ কোটি ৮০ লাখ।
প্রশ্ন : দেশের প্রাচীন ‘উডবার্ন’
সরকারি গণগ্রন্থাগার কোথায়?
উত্তর : বগুড়া (১৮৫৪)।
প্রশ্ন : করােনার টিকা প্রদানে ‘কো-উইন’
নামক অ্যাপ তৈরি করেছে কোন দেশ?
উত্তর : ভারত।
প্রশ্ন : দেশে বর্তমানে পৌরসভার সংখ্যা কতটি?
উত্তর : ৩২৯ টি।
প্রশ্ন : দেশের প্রথম স্বয়ংক্রিয় দুগ্ধ খামার স্থাপিত হয় কোথায়?
উত্তর : রংপুরে।
প্রশ্ন : দেশের দীর্ঘতম সংযােগ সেতু হবে কোনটি?
উত্তর : ভােলা সেতু (দৈর্ঘ্য ১০ কি. মি)।
প্রশ্ন : ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয় কোন নদীকে?
উত্তর :হালদা নদীকে।
প্রশ্ন : ২০৩৫ সালে ২৫ তম বৃহৎ অর্থনীতির দেশ হবে কোনটি?
উত্তর :বাংলাদেশ।
প্রশ্ন : চা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৮ম।
প্রশ্ন : ২৯ ডিসেম্বর,২০২০
মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দরে প্রথমবারের মতাে নােঙ্গর করে
উত্তর : পানামার জাহাজ ‘ভেনাস
ট্রাম্প।
প্রশ্ন : বর্তমানে সরকারের মন্ত্রিসভার মােট সদস্য কতজন? N/
উত্তর : ৪৮জন।
প্রশ্ন : বর্তমানে সরকারের মন্ত্রিসভায় নারীর সংখ্যা কতজন?
উত্তর : ৫জন।
প্রশ্ন : এনভায়রনমেন্ট অ্যান্ড সােশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন
বায়ুদূষণে শীর্ষে কোন দেশ?
উত্তর : বাংলাদেশ (ঢাকা নগরীর অবস্থান- চতুর্থ)।
প্রশ্ন : ২০২০ সালে দেশে মােট রেমিট্যান্সের পরিমাণ কত?
উত্তর : ২১.৬ বিলিয়ন বা দুই হাজার ১৬০ কোটি ডলার।
প্রশ্ন : বৈশ্বিক আইনে শাসন সূচক- ২০২০ এ বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১১৫তম।
প্রশ্ন : জাতিসংঘের শরণার্থী সংস্থার শুভেচ্ছাদূত হয়েছেন কে?
উত্তর : সংগীত শিল্পী ও অভিনেতা- তাহসান খান।
প্রশ্ন : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর নতুন মােবাইল ব্যাংকিং
সেবার নাম কী?
উত্তর : উপায়।।
প্রশ্ন : ২০২০-২১ অর্থবছরে সংশােধিত এডিবির আকার কত?
উত্তর : ১ লাখ ৯৭ হাজার কোটি টাকা।
প্রশ্ন : স্বাস্থ্য অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক কে?
উত্তর : অধ্যাপক আবুল বাসার মােহাম্মদ খুরশীদ আলম।
প্রশ্ন : রােহনুর সীমান্ত কোথায় অবস্থিত?
উত্তর : চাঁপাইনবাবগঞ্জে।
প্রশ্ন : জাতীয় অধ্যাপক প্রয়াত আনিসুজ্জামানের, সম্প্রতি প্রকাশিত ৩টি বই কী কী?
উত্তর : আমার অভিধান, মহামানবের
সাগর তীরে ও স্মৃতির মানুষ।
প্রশ্ন : রংপুর হাইটেক পার্কের নতুন নাম কী?
উত্তর : ড. এম এ ওয়াজেদ মিয়া হাইটেক পার্ক।
প্রশ্ন : বাংলাদেশে নব নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার এর নাম কি?
উত্তর : শিরুজিনাথ সামির।
প্রথম পর্বঃ
·
২০২১ সালে অনুষ্ঠিতব্য আদমশুমারিতে বাংলাদেশকে সহায়তা করবে-নাসা
·
দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? ২০২৩ সালে
·
ছেড়া দ্বিপে মানুষ যাতায়াত নিষিদ্ধ হয়ঃ ২ জানুয়ারী ২০২১
·
মিয়ানমারে জরুরী অবস্থা ঘোষণা দেয়ঃ ১ ফেব্রুয়ারি ২০২১
·
মিয়ানমারে জরুরী অবস্থা- ১২ মাসের জন্য।
·
অং সান সুচি রাজনৈতিক দলের নাম কি?- এনএলডি
(ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসী)।
·
অং সান সুচি কবে এনএলডি গঠন করেন? – সেপ্টেম্বর,
১৯৮৮ সাল।
·
মিয়ানমারের সেনা সমর্থিত দল- USDP- union soliderity and development party.
·
১৬ ডিসেম্বর ২০২০ বাংলাদেশ কোন দেশের সাথে প্রথম দ্বিপক্ষীয়
অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (PTA) স্বাক্ষর করে’ – ভুটান।
·
কোন নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘােষণা করা হয়েছে?
– হালদা নদী
·
বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিক পরিকল্পনা গ্রহণ করেছে? ৮টি
·
১৭ ডিসেম্বর ২০২০ কোন দেশের রাজধানীতে বঙ্গবন্ধুর নামে সড়কের
নামকরণ করা হয়?-
মরিশাসের রাজধানী পাের্ট লুইস-এ;
সড়কের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান স্ট্রিট’।
·
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও নারী ভাইস প্রেসিডেন্ট কে?- কমলা হ্যারিস
·
বিশ্বের দীর্ঘতম ট্রাস (TruSS) ও গভীরতম পাইলের সেতু কোনটি? -পদ্মা সেতু।
·
‘ভাসানচর কোথায় অবস্থিত? -নােয়াখালী জেলার
হাতিয়া উপজেলার চর ঈশ্বর ইউনিয়নে অবস্থিত।
·
ধ্রুবতারা,
আকাশতরী, শ্বেতবলাকা ও হংসমিথুন কীসের নাম? -বিমান বাংলাদেশ
এয়ারলাইন্সের ৪টি নতুন উড়ােজাহাজের নাম।
·
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর
স্থাপন করেন কবে? ২৯ নভেম্বর ২০২০; দৈর্ঘ্যঃ ৪.৮ কিমি।
·
দীর্ঘ ৫৫ বছর পর নীলফামারীর চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ির মধ্যে
ট্রেন চালু হয় কবে?
১৭ ডিসেম্বর ২০২০।
·
২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শ্রেষ্ঠ চলচ্চিত্র
কোনটি?-
‘ন, ডরাই’ ও ‘ফাগুন হাওয়া (যৌথভাবে)।
·
৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে
উন্মোচিত ভাস্কর্যের নাম কী?
-আলােকবর্তিকা।
·
দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হবে কোথায়? -কক্সবাজারে
·
তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হবে? -SEA-ME-WE-6
·
২০২০ সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির ‘হলুদ পদ্ম’
ফুলের নামকরণ করা হয় কী? -গােমতী।
·
গােমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কী? -Nelumbo
nucifera gomoti,Bangladesh
·
কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত প্রকারের নাম
কী?-
বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
·
বাংলাদেশে চাষ করা “অমৃত” নামক আমের জাত
কোন দেশের? -ভিয়েতনাম।
·
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (TSC) নকশা
করেছিলেন কে?- গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ.
ডক্সিয়াডিস (Constantinos A. Doxiadis)
·
২০২০ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন কতটি চিনিকল
বন্ধের সিদ্ধান্ত নেয়?
৬টি- কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়,শ্যামপুর (রংপুর), রংপুর (গাইবান্ধা) ও সেতাবগঞ্জ (দিনাজপুর) চিনিকল।
·
১৩ ডিসেম্বর ২০২০ দেশের প্রথম ‘থ্রিডি মিউজিক্যাল ফোয়ারা’ উদ্বোধন করা হয় কোথায়? – বরগুনা।
·
মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত ?- চট্টগামের
সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়
·
১ ডিসেম্বর ২০২০ চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম
কী? – Change’c-5
·
৫ ডিসেম্বর ২০২০ প্রথমবার কোনাে গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে
ফেরা জাপানি মহাকাশযানের নাম কী? – Hayabusa-2।
·
যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে? – গ্যাল নরটন
·
যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে? – ডেব
হাল্যান্ড।
·
২০২০ সালে কোন দেশের পার্লামেন্ট ‘তিনটি কৃষি আইন
পাশ হলে কৃষক ব্যাপক আন্দোলন শুরু করে? – ভারত
·
১৪ ডিসেম্বর ২০২০ কোন দেশ ” যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালাে তালিকা
থেকে মুক্ত হয়? -সুদান।
·
যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি
থেকে বের হয়ে যায় কবে? ২২ নভেম্বর ২০২০।
·
প্রকাশিতব্য The Presidential Years নামক আত্মজীবনীর লেখক কে?-
ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
·
ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? ২৫-৩১ অক্টোবর
২০২১
·
বাংলাদেশের মাথাপিছু আয় কত? ৪,৯৭৬ মার্কিন ডলার।
·
বাংলাদেশের গড় আয়ু কত? ৭২.৬ বছর।
·
সার্কভুক্ত দেশের গড় আয়তে শীর্ষ দেশ কোনটি? মালদ্বীপ (৭৮.৯
বছর)। :
·
সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটা? – আফগানিস্তান
(৬৪.৮ বছর)
দ্বিতীয় পর্বঃ
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনা
·
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার চূড়ান্ত অনুমোদন দেয়া হয় কবে? – ২৯ ডিসেম্বর,
২০২০
·
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে কোন বিষয়টি? – গ্রামীণ
রূপান্তর
·
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে গ্রামীণ রূপান্তর
কোন অঙ্গীকার অনুযায়ী?
– ‘আমার
·
গ্রাম,
আমর শহর’
·
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার লক্ষ্যসমূহ কয়টি? – ১২ টি
·
৮ম পঞ্চবর্ষিক পরিকল্পনায় প্রস্তাবিত স্লোগান কি? – দক্ষতার
উন্নয়ন বিনিয়োগ
·
৮ম পঞ্চবর্ষিক পরিকল্পনার লক্ষ্যমাত্রা কত সাল পর্যন্ত? – ২০২৫
GI-
(Geographical Indication)
·
চতুর্থ GI
পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে? – ঢাকাই
মসলিন
·
ঢাকাই মসলিনের GI স্বত্বসংক্রান্ত
গেজেট প্রকাশিত হয় কবে? – ২৮ ডিসেম্বর , ২০২০
·
বর্তমানে ঢাকাই মসলিন নিয়ে গবেষণা দলের প্রধান কে? – বিজ্ঞানী মো.
মনজুর হোসেন
·
প্রথম স্বীকৃতি পাওয়া GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? – জামদানি (১৭ নভেম্বর, ২০১৬)
·
ক্ষীরশাপাতি আম কবে ৩য় GI পণ্য হিসেবে স্বীকৃতি পায়? – ২৭ জানুয়ারি, ২০১৯
·
দ্বিতীয় GI
পণ্য হিসেবে স্বীকৃতি পায় কোনটি? – ইলিশ
( ৬ আগস্ট, ২০১৭)
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু
·
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? – ২৯ নভেম্বর,
২০২০
·
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কতটি দেশের অর্থায়নে নির্মিত? – ২ টি ( জাপান
ও বাংলাদেশ)
·
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটিতে একই সাথে কতটি ট্রেন চলাচল
করতে পারবে?
– ২ টি
·
বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটি নির্মিত হচ্ছে কত লেনের? – ডাবল লেনের
·
বঙ্গবন্ধু রেলওয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে? ২০২৪ সালের
আগস্ট মাসে
·
বর্তমানে সবচেয়ে বড় রেলসেতু কোনটি? – হার্ডিঞ্জ
ব্রিজ
·
হার্ডিঞ্জ ব্রিজ কোথায় অবস্থিত? – পাবনার পাকশীতে পদ্মার নদীর উপর
·
ভবিষ্যৎতে সবচেয়ে বড় রেলসেতু নির্মিত হতে যাচ্ছে কোনটি? – বঙ্গবন্ধু
শেখ মুজিব রেলওয়ে সেতু
·
কোথায় বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মিত হবে? – যমুনা নদীর
উপর
বাংলাদেশ-ভুটান
·
বাংলাদেশকে স্বাধীন ও স্বার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতিদানকারী
প্রথম দেশ কোনটি?
– ভুটান
·
বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয় কবে? – ৬ ডিসেম্বর,
২০২০
·
বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশের কতটি পণ্য
ভুটানে শুল্কমুক্ত প্রবেশাধিকারের
·
সুযোগ পায়?
– ১০০ টি
·
বাংলাদেশ ও ভুটানের দ্বিপাক্ষিক চুক্তিতে ভুটানের কতটি পণ্য
বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকারের
·
সুযোগ পায়?-
৩৪ টি
·
বাংলাদেশের পক্ষে কে বাংলাদেশ ও ভুটান দ্বিপাক্ষিক চুক্তিতে
স্বাক্ষর করেন?
– টিপু মুন্সী
·
বাংলাদেশ ও ভুটান দ্বিপাক্ষিক চুক্তির সময় ভুটানের বাণিজ্যমন্ত্রী
কে ছিলেন?
– লোকনাথ শর্মা
জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হলো ভূমি মন্ত্রণালয়
·
ভূমি মন্ত্রণালয় কবে জাতিসংঘ কর্তৃক পুরস্কৃত হয়? ২০২০ সালে
·
ভূমি মন্ত্রণালয় কোন কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতিসংঘ কর্তৃক
পুরস্কৃত হয়?
– জমির নামজারী বা ই-মিউটেশন
·
প্রতি বছরের কত তারিখে ‘পাবলিক সার্ভিস ডে’ উদযাপন
করা হয়? – ২৩ জুন।
·
কতটি জেলা মিউটেশন বাস্তবায়ন শুরু হয়? – ৬১ টি (
তিনটি পার্বত্য জেলা বাদ)
অন্যান্যঃ
·
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত- সিলেটের হবিগঞ্জ
·
শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ২০২১ জাতীয় সংসদে পাশ হয় কবে- ১
ফেব্রুয়ারি
·
বিদেশ থেকে সর্বাধিক আমদানিকৃত ফল কোনটি- আপেল, ২য় মাল্টা
·
বাংলাদেশ বেতারের আঞ্চলিক কেন্দ্র কতটি- ১৪ টি
·
সর্বশেষ এফএম বেতার কেন্দ্র চালু করা হয় কোথায়- ময়মনসিংহ ও
গোপালগঞ্জ
·
মন্ত্রনালয়ের অধীনে বর্তমানে সামাজিক কর্মসূচি রয়েছে কতটি- ১৪৩ টি
·
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ পূর্বে কি নামে পরিচিত ছিল-
ফরিদপুর মেডিকেল কলেজ
·
বাংলাদেশে সামুদ্রিক মাছের প্রজাতি কতটি – ৭৪০ টি
·
বাংলাদেশে উদ্ভাবিত কফির প্রথম জাত কোনটি – বারি কফি-১
·
বঙ্গবন্ধুর নামে ২০২১ সালে সড়কের নামকরণ করা হয় কোন দেশে – ফিলিস্তিনে
·
ব্যবহারের দিক থেকে বিশ্বে বাংলা ভাষার স্থান কত – সপ্তম
·
মাতৃভাষার দিক থেকে বাংলা ভাষা বিশ্বের কততম ভাষা – পঞ্চম
·
আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২১ লাভ করে কতজন- ২ জন
·
আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২১ লাভ করে কে – মোহাম্মদ
রফিকুল ইসলাম এবং মথুরা বিকাশ ত্রিপুরা
·
আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক ২০২১ লাভ করে – ইসমাইলভ গুলম
মিরজায়েভিচ এবং বলিভিয়ার প্রতিষ্ঠান
·
সবচেয়ে কম বয়স নারী হিসেবে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন কে – জেসমিন
হ্যারিসন (যুক্তরাজ্য) (২১ বছর বয়সী)
·
আন্তর্জাতিক অপরাধ আদালতের (ICC) তৃতীয় প্রধান প্রসিকিউটর কে – করিম খান কিউসি (যুক্তরাজ্য)
·
মিয়ানমারের সামরিকক জান্তা SAC গঠন করে কবে – ২
ফেব্রুয়ারি ২০২১
·
EIU’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে শীর্ষ দেশ কোনটি – নরওয়ে
·
EIU’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে সর্বনিম্ন দেশ কোনটি – উত্তর কোরিয়া
·
EIU’র ২০২০ সালের গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কত – ৭৬তম
·
২৭ জানুয়ারি ২০২১ বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ করোনা ভাইরাসের
টিকা প্রয়োগ শুরু হয়- ৫৪তম
·
বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করেন
কে –
রুনু ভেরোনিকা কস্তা
·
বাংলাদেশে করোনা ভাইরাসের গণটিকাদান কার্যক্রম চালু হয়- ৭
ফেব্রুয়ারি ২০২১
·
বাংলাদেশে করোনা ভাইরাস টিকা গ্রহণের নিবন্ধন অ্যাপ – সুরক্ষা
·
প্রথম দেশ হিসেবে গণ টিকাদান কার্যক্রম
·
শুরু করে কোন দেশ – যুক্তরাজ্য (৮ ডিসেম্বর,
২০২০)
·
‘জয় বাংলা’ স্লোগানের প্রথম লিপিকার
কামাল আহমেদ মৃত্যুবরণ করেন – ২৪
জানুয়ারি ২০২১
·
World
Interfaith Harmony Week – 1-7 ফেব্রুয়ারি
২০২১ সালের চাকরির পরীক্ষার জন্য
গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান
|
যততম
আসর |
বিষয়/খেলা |
স্থান |
সাল |
|
৭ম |
আইসিসি
টি-২০
বিশ্বকাপ |
ভারত |
২০২১ |
|
৩২তম |
গ্রীষ্মকালীন
অলিম্পিক |
টোকিও, জাপান |
২৩
জুলাই-৮ আগস্ট ২০২১ |
|
৪৭তম |
কোপা
আমেরিকা |
আর্জেন্টিনা
ও কলম্বিয়া |
২০২১ |
|
২য় |
বিশ্ব
টেস্ট চ্যাম্পিয়নশিপ |
ভারত |
২০২১ |
|
২২তম |
বিশ্বকাপ
ফুটবল |
কাতার |
২০২২ |
|
১৩তম |
বিশ্বকাপ
ক্রিকেট |
ভারত |
২০২৩ |
|
৩৩তম |
গ্রীষ্মকালীন
অলিম্পিক |
প্যারিস, ফ্রান্স |
২০২৪ |
|
২৩তম |
বিশ্বকাপ
ফুটবল |
কানাডা, যুক্তরাষ্ট্র,
মেক্সিকো |
২০২৬ |
|
৩৪তম |
গ্রীষ্মকালীন
অলিম্পিক |
লস
অ্যাঞ্জেলস,
যুক্তরাষ্ট্র |
২০২৮ |
|
নাম |
তম |
স্থান |
সময়কাল |
|
FAO
(Aisa-Pasific Regional conference) |
৩৬তম |
বাংলাদেশ |
২০২২ |
|
আসিয়ান
(ASEAN) |
৩৯তম |
বন্দর
সেরি বেগওয়ান,
ব্রুনাই |
নভেম্বর, ২০২১ |
|
আসিয়ান
(ASEAN) |
৩৮তম |
বন্দর
সেরি বেগওয়ান,
ব্রুনাই |
এপ্রিল, ২০২১ |
|
BIMSTEC |
৫ম |
শ্রীলংকা |
২০২১ |
|
COP26 |
গ্লাসগো, স্কটল্যান্ড |
১-১২
নভেম্বর,
২০২১ |
আন্তর্জাতিক
ডোপিং-বিরোধী সংস্থার সদর দপ্তর – লুজান, সুইজারল্যান্ড
কত
সাল পর্যন্ত রাশিয়াকে সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হয় – ২০২৩
২০২২
কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে অংশ নিতে বা খেলতে পারবে না কোন দেশ – রাশিয়া
রাশিয়া
কোন
আন্তর্জাতিক সংস্থা কর্তৃক ২০২৩
সাল পর্যন্ত সব ধরনের ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ হয় – ডোপিং বিরোধী সংস্থা (ওয়াডা)
তৃতীয় পর্বঃ
এক নজরে বাজেট ২০২১-২২ অর্থবছরঃ
বাংলাদেশের ৫০ তম বাজেটের শ্লোগানঃ ‘জীবন-জীবিকায়
প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’
বাজেটের পরিমাণঃ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা [যা জিডিপির ১৭.৫%]
রাজস্ব লক্ষ্যমাত্রা: ৩ লাখ ৩০ হাজার কোটি টাকা
ঘাটতি: ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা। যা জিডিপি’র ৬.২ শতাংশ।
বাজেটে এডিপির পরিমাণঃ ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা
জিডিপির প্রবৃদ্ধিঃ ৭.২%
মূল্যস্ফীতিঃ ৫.৩%
করমুক্ত আয়ের সীমা: বার্ষিক ৩ লাখ টাকা
সর্বোচ্চ বরাদ্দঃ পরিবহন ও যোগাযোগ খাত [৬১ হাজার ৭২১ কোটি টাকা]
দ্বিতীয় অবস্থানেঃ বিদ্যুৎ ও জ্বালানি খাতে [৪৫ হাজার ৮৬৭ কোটি ৮৪
লাখ টাকা]
করোনা মোকাবিলায় বরাদ্দঃ ১০ হাজার কোটি টাকার তহবিল
মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা: মাসিক ২০ হাজার টাকা
২০২১ সালের চাকরির পরীক্ষার জন্য
গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সাধারণ জ্ঞান
অন্যান্যঃ
·
বাংলাদেশের ব্যাংক খাতের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (MD) কে? –
মাহতাব জাবিন
·
২০২১ সালে হংকংয়ের আইনসভা লেজিসলেটিভ কাউন্সিলের সদস্য বাড়িয়ে
কত করা হয় ?
– ৯০
·
Pacific
Islands Forum-এর নতুন মহাসচিব কে? – হেনরি
পুনা (কুক দ্বীপপুঞ্জ)
·
কসোভোর পঞ্চম ও দ্বিতীয় নারী প্রেসিডেন্ট কে? – ভিজোসা
ওসমানী
·
ভিয়েতনামের বর্তমান প্রেসিডেন্ট কে? – এনগুয়েন
হুয়ান ফুক
·
২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের
সমতায় শীর্ষে কোন দেশ? -আইসল্যান্ড
·
২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের
সমতায় সর্বনিম্ন কোন দেশ?
– আফগানিস্তান
·
২০২১ সালের বৈশ্বিক লিঙ্গবৈষম্য প্রতিবেদন অনুযায়ী নারী-পুরুষের
সমতায় বাংলাদেশের অবস্থান কত? – ৬৫তম
·
খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? – মিশর
·
নবম বাংলাদেশ গেমস কবে অনুষ্ঠিত হয়? – ১-১০
এপ্রিল ২০২১
·
নবম বাংলাদেশ গেমসে সর্বাধিক পদক লাভ করে কোন দল? -বাংলাদেশ
আনসার ও ভিডিপি
·
নবম বাংলাদেশ গেমস এ দ্রুততম মানব হন কে? – মোহাম্মদ
ইসমাইল
·
নবম বাংলাদেশ গেমস এ দ্রুততম মানবী হন কে? -শিরিন আক্তার
·
১ এপ্রিল ২০২১ নারী ক্রিকেটে ICC’র টেস্ট
মর্যাদা লাভ করে কোন দেশ? -ওপরের সবগুলো
·
মােট কতটি দেশ ICC’র নারী ক্রিকেটের টেস্ট মর্যাদা লাভ করেছে?
– ১৩টি
·
২৭ মার্চ ২০২১ পুরুষদের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম নারী হিসেবে ম্যাচ
পরিচালনা করেন কে? – স্তেফানি ফ্রাপা (ফ্রান্স)
·
নাইজারের বর্তমান প্রেসিডেন্ট কে? – মােহামেদ
বাজৌম
·
কসোভোর বর্তমান প্রধানমন্ত্রী কে? – আলবিন কুর্তি
·
ভার্চুয়ালি দশম D-8 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? -৮ এপ্রিল ২০২১
·
ভার্চুয়ালি দশম D-8 শীর্ষ সম্মেলনের আয়ােজক দেশ কোনটি? -বাংলাদেশ
·
একাদশ D-৪ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
– মিসর
·
৮ এপ্রিল ২০২১ D-8 এর চেয়ারম্যান হিসেবে
দায়িত্ব গ্রহণ করেন কে?- শেখ হাসিনা (বাংলাদেশ)
·
বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতের প্রথম নারী ব্যবস্থাপনা পরিচালক (MD)
কে? -হুমায়রা আজম
·
জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়া ইনস্টিটিউট
বাংলাদেশ চেয়ারের জন্য মনোনীত হন কে? – অধ্যাপক ড. হারুন-অর-রশিদ
·
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী লোগো উন্মোচন করা হয়? -২৬ মার্চ ২০২১
·
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী লোগোর নকশা করেন কে? – রামেন্দু মজুমদার ও প্রদীপ চক্রবর্তী
·
রাজশাহী সিল্ক ভৌগোলিক নির্দেশক (GI) পণ্য হিসেবে
অন্তর্ভুক্ত করতে আবেদন করে কোন প্রতিষ্ঠান? – বাংলাদেশ
রেশম উন্নয়ন বোর্ড
·
বাংলাদেশে উদ্ভাবিত প্রথম জিরার জাত কোনটি? – বারি
জিরা-১
·
মঙ্গল শোভাযাত্রা ১৪২৮ বঙ্গাব্দের প্রতিপাদ্য ‘কাল ভয়ংকরের
বেশে এবার ওই আসে সুন্দর’– এটি কোন কবির রচনা থেকে নেওয়া
হয়েছে? – কাজী নজরুল ইসলাম
·
বাংলাদেশে বাজেট : অর্থনীতি ও রাজনীতি’ বইটির লেখক কে?
– আকবর আলি খান
·
বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যে চালু বর্ডার হাট কতটি? – ৭টি
·
জাপান থেকে মেট্রোরেলের প্রথম ট্রেন দেশে আসে কবে? – ৩১ মার্চ ২০২১
·
কার্যালয়ের আন্তর্জাতিক – মার্কিন কেন্দ্রীয় গােয়েন্দা সংস্থার (CIA)
অষ্টম পরিচালক কে? – উইলিয়াম জে,
বার্নস
·
সংবাদ সংস্থা রয়টার্সের প্রথম নারী প্রধান সম্পাদক কে? – আলেসান্দ্রা
গ্যালােনি
·
৩০ মার্চ ২০২১ কোন আরব দেশ ইসরাইলের নিজেদের প্রথম রাষ্ট্রদূত নিয়োগ
দেয়? – বাহরাইন
·
২৭ মার্চ ২০২১ কোন দুটি দেশ ২৫ বছর মেয়াদি কৌশলগত অংশীদারিত্ব
চুক্তিতে স্বাক্ষর করে?
– ইরান ও চীন
·
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত কে?
– জন কেরি
·
বাজারে একচেটিয়াতন্ত্র কায়েমের অভিযোগে ৯ এপ্রিল ২০২১ চীন কোন
প্রতিষ্ঠানকে ২৮০ কোটি ডলার জরিমানা করে? – আলিবাবা
·
Checkbook
Diplomacy কোন দেশের সঙ্গে সম্পর্কিত? – চীন
·
মার্কিন সেনাবাহিনীর গুয়ানতানামাে বে কারাগারের টর্চার ইউনিট হিসেবে কুখ্যাত গােপন শিবিরটির নাম কী? – Camp7
·
৫ এপ্রিল ২০২১ বিশ্বের কোন রাষ্ট্রপ্রধান ২০৩৬ সাল পর্যন্ত তার
ক্ষমতায় থাকার আইন কার্যকর করে? – ভ্রাদিমির পুতিন
(রাশিয়া)
·
কিউবার কমিউনিস্ট পার্টির তৃতীয় ফাস্ট সেক্রেটারি কে? – মিগেল দিয়াস কানেল
·
মিয়ানমারের আইন প্রণেতাদের নিয়ে Committee Representing Pyidaungsu
Hluttaw (CRPH) কবে গঠিত হয়? – ৫
ফেব্রুয়ারি ২০২১
·
১৫ ফেব্রুয়ারি ২০২১ প্রথম দেশ হিসেবে Regional Comprehensive Economic
Partnership (RCEP) অনুমােদন করে- থাইল্যান্ড
·
মিয়ানমারে জাস্তাবিরােধী ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট
কবে গঠন করা হয়?
– ১৬ এপ্রিল ২০২১
·
D-8
এর পরবর্তী বা নতুন মহাসচিব কে? – ইসিয়াকা
আবদুল কাদির ইমাম (নাইজেরিয়া)
·
কোন দেশে D-৪ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার
উদ্যোগ নেয়া হয়েছে? – ইরান
·
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান
সদস্য দেশ কতটি? -৮৬ টি
·
৩০ মার্চ ২০২১ কোন দেশ AIIB’র ৮৬ তম সদস্যপদ লাভ করে? -আর্জেন্টিনা
·
বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী কে? – জেফ বেজোস








No comments:
Post a Comment