টাইপিং সিস্টেম
কী-বোর্ড পরিচিতি
কী-বোর্ড হচ্ছে কম্পিউটারের একটি ইনপুট ডিভাইস। যার মাধ্যমে বিভিন্ন
লেখা-লেখির কাজ করা হয়। এবং কম্পিউটারে বিভিন্ন কমান্ড প্রায়োগ করা হয়।
কী-বোর্ড এর
শ্রেণি বিভাগঃ
একটি কীবোর্ডকে ৬টি শ্রণিতে ভাগ করা যায়।
§ Function Key
§ Typing Key
§ Tactat Key
§ Arrow Key
§ Numeric Key
§ Special Key
এদের বর্ণনা-
§ Function Key : একটি কীবোর্ডের সবার উপরের সারিটির F1 থেকে F12 পর্যন্ত যে ১২টি “কী” বা “বাটন” থাকে ,এগুলোকে Function Key বলে।
কাজঃ
1.কোন কমান্ড বাতিল করার জন্য ( Alt+F4)।
2.কম্পিউটার রিফ্রেশ দেওযার জন্য F5 ব্যবহার করা হয়।
§ Typing Key : কীবোর্ডে A থেকে Z পর্যন্ত সবগুলো অক্ষর এলোমেলো ভাবে সাজানো থাকে,এগুলকে Typing Key বলে।
§ Tactat Key :
1.
Page Down : এই Key একবার চাপলে Page এক Screen নিচে
যাবে।
2.
Page Up : এই Key একবার চাপলে Page এক Screen উপরে
যাবে।
3.
Home : এই Key একবার চাপলে কার্সর লাইনের শুরুতে যাবে।
4.
End : এই Key (ctrl+End) চাপলে কার্সর লাইনের শেষে যাবে।
5.
Delete : এই Key একবার চাপলে কার্সরের ডানে এক বর্ণ মুছে যাবে। আর লেখা Block করে Delete চাপলে সমস্ত লেখা মুছে যাবে। Block করার জন্য (Ctrl+A) চাপতে হবে।
§ Numeric Key: কীবোর্ডের ডান পাশে ক্যালকুলেটরের মত বেশ কতগুলো বাটন রয়েছে,যেখনে ( 0-9, +, -, = ) ইত্যাদি রয়েছে, এগুলোকে Numeric Key বলে। এখানে Numlock নামে একটি বাটন রয়েছে, এই বাটন ON অবস্থায়
Key গুলো কাজ করবে এবং OFF অবস্থায় কাজ করবে না।
§ Special Key:
1. Enter Key : এই Key দিয়ে কার্সরকে এক লাইন নিচে নামানো যাবে এবং কোন কমান্ড Ok করা যায়।
2.Shift Key : একটি কীবোর্ড ২টি Shift Key রয়েছে। এ দুটির কাজ একই। এই Key চেপে ধরে যে অক্ষর লেখা হয় তা Capital letter হবে। এবং দুটি চিহ্ন বিশিষ্ট বাটন
চাপলে উপরের চিহ্ন হবে।
3.Caps Lock : এই বাটনের একটি Power
Light রয়েছে। এই Light On অবস্থায় যে কোন অক্ষর Capital latter হবে।
4.Alt : এটি সাহায্যকারী বাটন।
5.Ctrl : এটি Short Cut কমান্ড প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়।
6.Space Bar : এই Key চাপলে একবর্ণ ফাঁকা সৃষ্টি হবে।
7.Back Space : কোন কমান্ড বাতিল করার জন্য।
8.Esc : কার্সরের বামের একটি অক্ষর মুছে যাবে।
স্বরবর্ণ ও
ব্যঞ্জনবর্ণ ছাড়াও অন্যান্য চিহ্নের ব্যবহার শিখি বাংলা লিখতে!
ডেস্কটপ / ল্যাপটপে
বাংলা লেখার জন্য বিজয় বায়ান্নো ২০১২ সংস্করণটি হচ্ছে
বাংলাদেশের নতুন কোডিং মান বিডিএস ১৫২০:২০১০ এবং ইউনিকোড ৫.২ কম্পিটিবল একমাত্র
সফটওয়্যার।
► বিজয় কিবোর্ড ব্যবহার করে বাংলা
লেখার পদ্ধতি:
ডেস্কটপ / ল্যাপটপে বিজয় বায়ান্নো ২০১২ সফটওয়্যারটি সঠিক ভাবে ইন্সটল করার পর বাংলা লেখার সময় কিবোর্ড টি পরিবর্তন করে বিজয় এ রুপান্তর করে নিতে হবে। তবে তার আগে যেকোন একটি বাংলা ফন্ট যেমন SutonnyMJ ফন্টটি সেট করে নিতে হবে। এরপর কিবোর্ড থেকে Ctrl+Alt+B প্রেস করে কিবোর্ড পরিবর্তন করতে হবে।
ডেস্কটপ / ল্যাপটপে বিজয় বায়ান্নো ২০১২ সফটওয়্যারটি সঠিক ভাবে ইন্সটল করার পর বাংলা লেখার সময় কিবোর্ড টি পরিবর্তন করে বিজয় এ রুপান্তর করে নিতে হবে। তবে তার আগে যেকোন একটি বাংলা ফন্ট যেমন SutonnyMJ ফন্টটি সেট করে নিতে হবে। এরপর কিবোর্ড থেকে Ctrl+Alt+B প্রেস করে কিবোর্ড পরিবর্তন করতে হবে।
ফন্ট সেটআপটি বাংলায়
কনভার্ট হয়েছে কিনা সেটি পর্যবেক্ষণ করতে Shift+F প্রেস করার পর যদি
ফন্ট সেটআপটি ঠিক থাকে তাহলে বাংলা বর্ণমালার প্রথম বর্ণ 'অ' আসবে। যদি
বাংলা থেকে পুনরায় ইংলিশ ফন্টে আসতে হয়, তাহলে আবার Ctrl+Alt+B প্রেস করার পর ফন্টকেও পরিবর্তন করে যেকোন একটি ইংরেজি
ফন্ট যেমন Calibri
(Body) সেট করে নিতে হবে।
তাহলে পুনরায় ইংরেজি টাইপ করা যাবে।
► বিজয়
কিবোর্ড দিয়ে শুদ্ধভাবে সহজে বাংলা লিখতে হলে জানতে হবে কোন বর্ণের জন্য কোন
ইংরেজি লেটার ব্যবহার করতে হবে।
এখন জেনে নিই বিজয়
কিবোর্ড দিয়ে বাংলা লিখতে কোন বর্ণের জন্য ইংরেজি কোন লেটার ব্যবহার করা হয়।
► স্বরবর্ণ:
→ অ = Shift+F
→ আ = G+F
→ ই = G+D
→ ঈ = G+(Shift+D)
→ উ = G+S
→ ঊ = G+(Shift+S)
→ ঋ = G+A
→ এ = G+C
→ ঐ = G+(Shift+C)
→ ও = X
→ ঔ = G+(Shift+X)
→ অ = Shift+F
→ আ = G+F
→ ই = G+D
→ ঈ = G+(Shift+D)
→ উ = G+S
→ ঊ = G+(Shift+S)
→ ঋ = G+A
→ এ = G+C
→ ঐ = G+(Shift+C)
→ ও = X
→ ঔ = G+(Shift+X)
→ গ
= O
→ ঘ = Shift+O
→ ঘ = Shift+O
→ ঙ
= Q
→ চ
= Y
→ ছ = Shift+Y
→ ছ = Shift+Y
→ জ
= U
→ ঝ = Shift+U
→ ঝ = Shift+U
→ ঞ
= Shift+I
→ ট
= T
→ ঠ = Shift+T
→ ঠ = Shift+T
→ ড
= E
→ ঢ = Shift+E
→ ঢ = Shift+E
→ ণ
= Shift+B
→ ত
= K
→ থ = Shift+K
→ থ = Shift+K
→ দ
= L
→ ধ = Shift+L
→ ধ = Shift+L
→ ন
= B
→ প
= R
→ ফ = Shift+R
→ ফ = Shift+R
→ ব
= H
→ ভ = Shift+H
→ ভ = Shift+H
→ ম
= M
→ য
= W
→ র
= V
→ ল
= Shift+V
→ শ
= Shift+M
→ ষ
= Shift+N
→ স = N
→ স = N
→ হ
= I
→ ঢ়
= P
→ য়
= Shift+W
→ ৎ
= Shift+/
→
ং = Shift+Q
→
ঃ = /
→
ঁ = Shift+7
→
ি = D
→ ী = Shift+D
→ ী = Shift+D
→
ু = S
→ ূ = Shift+S
→ ূ = Shift+S
→
ৃ = A
→
ে = C
→ ৈ = Shift+C
→ ৈ = Shift+C
→
ৌ = Shift+X
→ রেফ
= Shift+A
→ হসন্ত
= G
→ দাড়ি = Shift+G
→ দাড়ি = Shift+G
→ র-ফলা
= Z
→ য-ফলা = Shift+Z
→ য-ফলা = Shift+Z










No comments:
Post a Comment